নতুন অগ্নিপথ

`শোলে`, `ডন` এর পর এবার `অগ্নিপথ`। প্রায় আড়াই দশক আগের এই ব্লকবাস্টারের রিমেক করেছেন করণ মালহোত্রা। করণ জোহর প্রোযোজিত এই নতুন অগ্নিপথে বিজয় দীনানাথ চৌহানের ভুমিকায় এবার হৃতিক রোশন। সঙ্গে `ডার্লিং` প্রিয়াঙ্কা চোপড়া। দুই মুখ্য ভিলেনের চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত ও হৃষি কাপুর।

Updated By: Jan 23, 2012, 09:03 PM IST

`শোলে`, `ডন` এর পর এবার `অগ্নিপথ`। প্রায় আড়াই দশক আগের এই ব্লকবাস্টারের রিমেক করেছেন করণ মালহোত্রা। করণ জোহর প্রোযোজিত এই নতুন অগ্নিপথে বিজয় দীনানাথ চৌহানের ভুমিকায় এবার হৃতিক রোশন। সঙ্গে `ডার্লিং` প্রিয়াঙ্কা চোপড়া। দুই মুখ্য ভিলেনের চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত ও হৃষি কাপুর।
জমকালো সেট, হেভিওয়েট স্টার কাস্ট, বিগ বাজেট সব উপাদানেই ভরপুর নতুন `অগ্নিপথ`। ছবির আইটেম নাম্বার `চিকনি চামেলি` ইতিমধ্যেই জনপ্রিয়। তবুও, প্রশ্ন জাগে নব্বইয়ের সেই অগ্নিপথকে কি ছাপিয়ে যেতে পারবে এই রিমেক? বিগ বি-র অবিস্মরনীয় `স্ক্রিন প্রেসেন্স`-এ হিন্দি ছবিতে বিজয় দীনানাথ চৌহান হয়ে উঠেছিল গডফাদার। হৃতিক কি পারবেন ২০১২-র গডফাদার হয়ে উঠতে? `জংলী বিল্লি`-র ইমেজ থেকে বেড়িয়ে প্রিয়াঙ্কাই বা কতটা পারলেন বিজয় সঙ্গিনী `কালি` হয়ে হতে? এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে অপেক্ষা করতে হবে অন্তত ২৬ জানুয়ারি ছবি রিলিজ পর্যন্ত। এর আগে অমিতাভ অভিনীত `ডন`-এর রিমেক ভাল ব্যবসা করলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে `শোলে`-র রিমেক `বামগোপাল ভার্মা কী আগ`।

.