বীনা মালিকের থেকেও হট পাকিস্তানি অ্যাকট্রেস এবার আসছেন বলিউডে!

বীণা মালিককে মনে আছে নিশ্চয়ই? অবশ্য বীণা মালিককে যাঁরা একবার দেখেছেন তাঁরা ভুলবেনই বা কী করে! পাকিস্তানের হট মডেল বীণা মালিক ভারতে এসে একের পর এক যা ধামাকা করেছেন তাতে তাঁকে ভোলা কষ্টকর। যাই হোক, এবার আর এক বীণা মালিকের উত্থান হতে চলেছে! কে তিনি?

Updated By: Apr 8, 2016, 03:01 PM IST
বীনা মালিকের থেকেও হট পাকিস্তানি অ্যাকট্রেস এবার আসছেন বলিউডে!

ওয়েব ডেস্ক: বীণা মালিককে মনে আছে নিশ্চয়ই? অবশ্য বীণা মালিককে যাঁরা একবার দেখেছেন তাঁরা ভুলবেনই বা কী করে! পাকিস্তানের হট মডেল বীণা মালিক ভারতে এসে একের পর এক যা ধামাকা করেছেন তাতে তাঁকে ভোলা কষ্টকর। যাই হোক, এবার আর এক বীণা মালিকের উত্থান হতে চলেছে! কে তিনি?

বীণা মালিকের মতোই পাকিস্তানের আর এক হট মডেলের আগমন ঘটতে চলেছে বলিউডে। প্রোডিউসর দীনেশ বিজনের পরবর্তী ছবিতে আত্মপ্রকাশ হতে চলেছে পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের। ইরফান খানের বিপরীতে দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে যে, পরিচালক সকেত চৌধুরির ছবিতে অভিনয় করবেন এই হটেস্ট পাক মডেল।

বলিউডের হট নায়িকাদের তালিকায় আরও একটা নাম যোগ হতে চলল। এবার সেই তালিকার শীর্ষে থাকার লড়াইও বেশ জোরদার হতে চলেছে। সানি লিওনে, বীণা মালিক, পুনম পাণ্ডে নাকি নতুন পাক সুন্দরী সাবা কামার? ভাবুন কাকে ছেড়ে কাকে দেখবেন।

.