বিকিনিতে জলে ভাসছেন পূজা, দ্বিতীয় বিয়ের পর খুশিতে উচ্ছ্বল অভিনেত্রী

সোশ্য়াল হ্যান্ডেলেই দেখা যায় সেই ছবি 

Updated By: Aug 19, 2019, 05:50 PM IST
বিকিনিতে জলে ভাসছেন পূজা, দ্বিতীয় বিয়ের পর খুশিতে উচ্ছ্বল অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদন : এক সময় অক্ষয় কুমারের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন নিয়ে গোটা বলিউড নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অক্ষয় কুমারের সঙ্গে তাঁর রসায়ন যেন ফিকে হতে শুরু করে। বুঝতেই পারছেন, অক্ষয় কুমারের প্রথম জীবনের বান্ধবীর কথা বলা হচ্ছে। এবার বলিউড 'খিলাড়ির' প্রাক্তন বান্ধবী বাঁধা পড়লেন বিয়ের বাঁধনে। কিন্তু তিনি কে জানেন?

আরও পড়ুন : পরিবারের শিকড় পাকিস্তানেই, নিজেকে 'পেশোয়ারি' বলে আক্রমণের মুখে সোনম
সম্প্রতি দ্বিতীয়বার বিয়ের বাঁধনে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী পূজা বাত্রা। অভিনেতা নবাব শাহকে বিয়ে করেন তিনি। নবাবের সঙ্গে বিয়ের পর রবিবার প্রকাশ্যে আসে বলিউডের এই অভিনেতা দম্পতির নতুন ছবি। যেখানে লাল রঙের বিকিনিতে দেখা যাচ্ছে পূজাকে। অন্যদিকে নবাব শাহকেও লাগছে একেবারে অন্যরকম। নবাব এবং পূজার সেই ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
দেখুন সেই ছবি...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত ২০০৩ সোনু এস আলুওয়ালিকাকে বিয়ে করেন পূজা বাত্রা। প্রায় ৭ বছর সংসার করার পর সোনুর সঙ্গে ভেঙে যায় পূজার বিয়ে। বিবাহ বিচ্ছেদের পর ফের প্রায় ৭ বছর পর এবার নতুন করে ঘর বাঁধলেন বলিউড অভিনেত্রী পূজা বাত্রা।

.