বৃষ্টিভেজা শহরে হাতে হাত ধরে রাস্তায় 'Yashrat', লাভার মতো জ্বলে উঠতে চাইলেন Nikhil
বৃষ্টিভেজা পার্কস্ট্রিটের রাস্তায় হাতে হাত ধরে দেখা গিয়েছে যশ-নুসরতকে
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![বৃষ্টিভেজা শহরে হাতে হাত ধরে রাস্তায় 'Yashrat', লাভার মতো জ্বলে উঠতে চাইলেন Nikhil বৃষ্টিভেজা শহরে হাতে হাত ধরে রাস্তায় 'Yashrat', লাভার মতো জ্বলে উঠতে চাইলেন Nikhil](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/05/337269-6b150824-283f-4ba9-9f4d-dba2980e9ccd.jpg)
নিজস্ব প্রতিবেদন : বহুদিন ধরেই বারবার আলোচনায় উঠে আসছেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর থেকে যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে প্রেম নিয়ে গুঞ্জন চলছেই। শোনা যাচ্ছিল, যশই নাকি অন্তঃসত্ত্বা নুসরতের প্রতি মুহূর্তে খেয়াল রাখছেন। তবে বুধবার সেই গুঞ্জনেই যেন সিলমোহর লেগেছে।
বুধবার বৃষ্টিভেজা পার্কস্ট্রিটের রাস্তায় হাতে হাত ধরে দেখা গিয়েছে যশ-নুসরতকে (Yashrat)। বান্ধবীকে অতি যত্নে রাস্তা পার করিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে যশকে। 'যশরত'-র লাঞ্চ ডেটে যাওয়ার ছবি উঠে আসে সংবাদ-মাধ্যমের ক্যামেরায়। বিষয়টা হয়ত চোখ এড়িয়ে যায়নি নুসরতের 'প্রাক্তন' নিখিল জৈনের (Nikhil Jain)। আর নিখিলের ইনস্টা পোস্ট যেন সেকথাই জানাচ্ছে। বৃহস্পতিবার, ইনস্টাগ্রামে নিখিল নিজের দুটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁর চোখে মুখে লাল আভা ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। যার ক্যাপশানে লেখা, ''আগুনের আঁচে তুমি সব হারাতে পারো। তবে ছাই সরিয়ে লাভার মতো জেগে ওঠো।''
আরও পড়ুন-Raajhorshee De-র 'মায়া', 'লেডি ম্যাকবেথ'-র লুকে চমকে দিলেন Mithila
নিখিলের এই ছবি ও ক্যাপশানে তাঁর যন্ত্রণার কথাই ফুটে উঠেছে বলে মনে করছেন নেটিজেনরা। অনেকেরই আবার প্রশ্ন নুসরতের নতুন প্রেম দেখে তাঁকে কটাক্ষ করেই এই পোস্ট করেছেন নিখিল জৈন (Nikhil Jain)। নেটিজেনদের অধিকাংশ অবশ্য নিখিলের পাশেই দাঁড়িয়েছেন।