জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই মাতৃহারা হয়েছেন অভিনেত্রী-প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত (Nilanjana Sengupta)। এবার আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তের স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত৷ হাসপাতালে ভর্তি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন অসুস্থতার খবর।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন- Ranojoy Bishnu: 'স্মৃতির খসড়া মুছে ফেলছি...' সোহিনীর বিয়ের দিন প্রাক্তন রণজয়ের পোস্ট ঘিরে জল্পনা!
কী হল নীলাঞ্জনার? সূত্র থেকে জানা গেছে, ডি-হাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি৷ তারপরই তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ শরীরে জলের ঘাটতি হওয়ায় অসুস্থ বোধ করছিলেন৷ দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রী তথা প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্তকে৷ অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিনেত্রীর অনুগামীরা৷
এখন কেমন আছেন নীলাঞ্জনা? জানা গিয়েছে, আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি৷ হাসপাতালের বিছানায় শুয়েই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন তিনি৷ সেই ছবিতে দেখা যায়, হাতে স্যালাইনের নল, হাতের পাতার উপর চ্যানেল করা রয়েছে৷ এই ছবি পোস্ট করে নীলাঞ্জনা লেখেন- ‘ভেঙে গিয়েছি তবুও সুন্দর’৷ সোশ্যাল মিডিয়ায় সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন৷
আরও পড়ুন- Ulto Rath Yatra 2024: চোখের নিমেষে লুঠ জগন্নাথদেবের ভোগের ৮০০ মালসা, নীরব দর্শক পুলিস!
তবে কীভাবে তিনি এতটা অসুস্থ হয়ে পড়লেন যে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হল, তার সঠিক কারণ জানা যায়নি৷ তবে জানা গেছে, চিকিৎসক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন৷ তারপরেই জানা যাবে আসল কারণ৷
উল্লেখ্য, অনেকদিন আগেই রুপোলি জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নীলাঞ্জনা। বর্তমানে নীলাঞ্জনা একজন প্রযোজক। এই মুহূর্তে যীশু-নীলাঞ্জনার প্রযোজনা সংস্থার তরফে এই মুহূর্তে চলছে ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল। বর্তমানে শুধু প্রযোজনার কাজ করছেন যীশু ঘরণী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)