সাংবাদিকদের সঙ্গে বচসা, ক্ষমা না চাইলে কঙ্গনাকে বয়কটের ডাক
সাংবাদিকদের এমন সিদ্ধান্তে বিপাকে কঙ্গনার 'জাজমেন্টাল হ্যায় কেয়া'র প্রযোজক একতা কাপুর।
নিজস্ব প্রতিবেদন: ক্ষমা না চাইলে বয়কট করা হবে কঙ্গনা রানাওয়াতকে। 'জাজমেন্টাল হ্যায় কেয়া'র মিউজিক লঞ্চের অনুষ্ঠানে সাংবাদিক জাস্টিন রাও এবং কঙ্গনার সঙ্গে বিবাদের পরিপ্রেক্ষিতে এমনই সিদ্ধান্ত নিয়েছে এন্টারটেনমেন্ট জার্নালিস্টস গিল্ড অফ ইন্ডিয়া। তবে শুধু কঙ্গনাই নয়, PTI-সূত্রে খবর ছবির প্রযোজক একতা কপুরকেও বয়কট করার দাবি জানানো হয়েছে। এদিকে সাংবাদিকদের এমন সিদ্ধান্তে বিপাকে কঙ্গনার 'জাজমেন্টাল হ্যায় কেয়া'র প্রযোজক একতা কাপুর। ইতিমধ্যেই বালাজি টেলিফিল্মস-এর তরফে লিখিত বিবৃতি দিয়ে সাংবাদিককের কাছে পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।
বালাজি টেলিফিল্মসের তরফে লিখিত বিবৃতিতে বলা হয়েছে, ''গত ৭ জুলাই জাজমেন্টাল হ্যায় কেয়ার মিউজিক লঞ্চের অনুষ্ঠানে কঙ্গনা ও জাস্টিন রাও-এর মধ্যে বিবাদ নিয়ে বিভিন্ন খবর প্রকাশ্যে এসেছে। ওইদিন যে ঘটনা ঘটেছিল তা দুর্ভাগ্যজনক। ওইদিন তর্ক বিতর্ক খারাপ পর্যায়ে পৌঁছয়। যেহেতু ঘটনাটা আমাদের প্রযোজনা সংস্থার ছবির মিউজিক লঞ্চের অনুষ্ঠানে ঘটেছিল। তাই আমারা পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়ে নিচ্ছি। কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য ছিল না।''
আরও পড়ুন- 'কবীর সিং'-এর সাফল্য, শাহিদ এখন কত টাকা পারিশ্রমিক হাঁকাচ্ছেন জানেন?
ঘটনার সূত্রপাত হয় গত ৭ জুলাই কঙ্গনা ও রাজকুমার রাও অভিনীত 'জাজমেন্টাল হ্যায় কেয়া' ছবির একটি গান টিজার লঞ্চের অনুষ্ঠানে। জাস্টিন রাও নামে এক সাংবাদিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কঙ্গনা। ওই সাংবাদিক কঙ্গনাকে প্রশ্ন করার পর অভিনেত্রী তাঁকে পাল্টা আক্রমণ করেন। কঙ্গনার অভিযোগ ছিল তাঁর আগেই ছবি 'মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি' সময় ওই সাংবাদিক তাঁর ছবি নিয়ে খুবই খারাপ প্রচার করেছেন। যা নাকি ভীষণই কুরুচিকর ছিল। এমনকি তাঁর ছবিকে 'উগ্র জাতীয়তাবাদী' তকমাও দিয়েছেন। যদিও ওই সাংবাদিক কঙ্গনার অভিযোগ অস্বীকার করেন। কঙ্গনা ও সাংবাদিক জাস্টিন রাও-এর বচসার ভিডিয়ো ভাইরাল হয়।
#WATCH Kangana Ranaut has a spat with a reporter, accuses him of smear campaign, at the 'Judgementall Hai Kya' song launch event in Mumbai. (07.07.2019) pic.twitter.com/sNuWduY3yg
— ANI (@ANI) July 8, 2019
ওই ঘটনার ঠিক পরেই জার্নালিস্ট গিল্ডের তরফে 'জাজমেন্টাল হ্যায় কেয়া'র চবির প্রযোজক একতা কাপুরের কাছে কঙ্গনাকে ক্ষমা চাইতে বলে চিঠি পাঠানো হয়। তাতে বলা হয় "যতক্ষণ না কঙ্গনা সাংবাদিক জাস্টিন রাও-এর কাছে ক্ষমা চাইছেন ততক্ষণ সাংবাদিকদের পক্ষ থেকে তাঁকে বয়কট করা হল। যদিও এই বয়কটে জাজমেন্টাল হ্যায় কেয়া ছবির অন্যান্য তারকারা পড়ছেন না।" আর এই ঘটনার ঠিক পরপরই কঙ্গনার বোন রঙ্গোলি টুইট করে জানিয়ে দেন "কঙ্গনা কোনওভাবেই ক্ষমা চাইবেন না। তোমরা ভুল লোককে ক্ষমা চাইতে বলছো। তবে এই বিকিয়ে যাওয়া, দেশদ্রোহী, দালাল মিডিয়াকে কীভাবে শিক্ষা দিতে হয় সেটা কঙ্গনা জানেন। এবার শুধু দেখতে থাকো, আপনারা ভুল মানুষকে ক্ষমা চাইতে বলেছেন।"
Ek baat ka main vaada karti hoon, Kangana se apology toh nahin milegi, in bikau, nange, deshdrohi, desh ke dalal, libtard mediawalon ko, magar woh tumko dho dho kar sidha zaroor karegi ... just wait and watch, tumne galat insaan se maafi mangi hai ... pic.twitter.com/gm8UvupO3S
— Rangoli Chandel (@Rangoli_A) July 9, 2019
এদিকে কঙ্গনা সাংবাদিকদের কাছে ক্ষমা না চাইলেও 'জাজমেন্টাল হ্যায় কেয়া'র ছবির প্রযোজক পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে সকালে কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। এখন কঙ্গনা কী করেন সেটাই দেখর। প্রসঙ্গত জাজমেন্টাল হ্যায় কেয়া মুক্তি পাচ্ছে আগামী ২৬ জুলাই।
আরও পড়ুন-রণবীর বাদ, এবার হৃত্বিকের সঙ্গে রোম্যান্স দীপিকার?