বিধিভাঙায় সইফ, শর্মিলাকে নোটিশ কমিশনের

নির্বাচনের সময় বিধিভেঙে পার্টির আয়োজন করায় নির্বাচন কমিশন নোটিশ পাঠাল সইফ আলি খান ও তাঁর মা শর্মিল ঠাকুরকে। পতৌদি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী পর্যবেক্ষক সইফ ও শর্মিলাকে বিধিভেঙে লাউড স্পিকারের ব্যবহার ও ককটেল পার্টি আয়োজন করার  করার অভিযোগে অভিযুক্ত করে এই নোটিশ পাঠিয়েছেন।

Updated By: Oct 19, 2014, 06:45 PM IST
বিধিভাঙায় সইফ, শর্মিলাকে নোটিশ কমিশনের

ওয়েব ডেস্ক: নির্বাচনের সময় বিধিভেঙে পার্টির আয়োজন করায় নির্বাচন কমিশন নোটিশ পাঠাল সইফ আলি খান ও তাঁর মা শর্মিল ঠাকুরকে। পতৌদি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী পর্যবেক্ষক সইফ ও শর্মিলাকে নির্বাচনী বিধিভেঙে লাউড স্পিকারের ব্যবহার ও ককটেল পার্টি আয়োজন করার  অভিযোগে এই নোটিশ পাঠিয়েছেন।

অভিযোগ নির্বাচনী বিধি লাগু থাকা অবস্থায় গত শুক্রবার ককটেল পার্টির আয়োজন করেন সইফ ও শর্মিলা। সেই পার্টিতে লাউড স্পিকারও ব্যবহার করা হয়। অথচ নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর হরিয়ানায় লাউড স্পিকারের ব্যবহার নিষিদ্ধ ছিল। মঙ্গলবার দুপুর ৩টের মধ্যে সইফ ও শর্মিলাকে এই নোটিশের জবাব দিতে হবে।

প্রসঙ্গত, ২২ অক্টোবর পর্যন্ত হরিয়ানায় ভারতীয় নির্বাচন কমিশনের মডেল কোড অফ কনডাক্ট বা আদর্শ নির্বাচন বিধি জারি থাকবে।

Tags:
.