Pandit Shivkumar Sharma-Ajay Chakraborty: পণ্ডিত শিবকুমার শর্মার চলে যাওয়া পিতৃবিয়োগের সমান, শোকাহত পণ্ডিত অজয় চক্রবর্তী

পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে পন্ডিত শিবকুমার শর্মা ছিলেন পিতৃতুল্য। মঙ্গলবার তাঁর চলে যাওয়ার খবর পেয়ে শোকে মুহ্যমান সঙ্গীতশিল্পী। জি ২৪ ঘণ্টার সঙ্গে তিনি ভাগ করে নিলেন পণ্ডিতজির সঙ্গে কাটানো তাঁর কিছু মুহূর্তের কথা। 

Updated By: May 10, 2022, 03:10 PM IST
Pandit Shivkumar Sharma-Ajay Chakraborty: পণ্ডিত শিবকুমার শর্মার চলে যাওয়া পিতৃবিয়োগের সমান, শোকাহত পণ্ডিত অজয় চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার সকালে আরব সাগরের তীর থেকে ভেসে এলো মনখারাপের খবর। ভারতীয় সঙ্গীতের জগতে ফের নক্ষত্র পতন। প্রয়াত সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা। জম্মু থেকে উঠে এসে তিনি হয়ে গেলেন গোটা ভারতের ধ্রুপদী সঙ্গীতের একজন দিকপাল। গোটা ভারতের সঙ্গীত জগৎ শোকে মুহ্যমান। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের ভুবনে অপূরণীয় শূন্যতা তৈরি হল। 

পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে পন্ডিত শিবকুমার শর্মা ছিলেন পিতৃতুল্য। মঙ্গলবার তাঁর চলে যাওয়ার খবর পেয়ে শোকে মুহ্যমান সঙ্গীতশিল্পী। জি ২৪ ঘণ্টার সঙ্গে তিনি ভাগ করে নিলেন পণ্ডিতজির সঙ্গে কাটানো তাঁর কিছু মুহূর্তের কথা। তিনি বলেন, 'আমার সঙ্গে ওঁর কয়েক হাজার মুহুর্ত, কয়েক হাজার ঘণ্টা কেটেছে গত ৪৩ বছরে। আমি প্রতি বছর দেড় মাস টানা ট্যুর করতাম ওঁর সঙ্গে। একজন রুচিশীল ও রাগ সঙ্গীতের জন্য নিবেদিত প্রাণ শিল্পী। ঐ একটা যন্ত্র যাঁর মধ্যে অর্ধেক রাগের প্রকাশ পায় না, তাঁর মধ্যে সব রাগকে তুলে ধরার যে মন, সহশিল্পীদের জন্য যে সহানুভূতি, তা অনবদ্য। আমি তো ওঁর পুত্রের  মতো ছিলাম। কিছুদিন আগেই মুম্বই থেকে একটা কাজের জন্য ভিডিও পাঠিয়েছিলেন ওটাই ছিল ওঁর শেষ ভিডিও, আমার কাছে আছে।'

তিনি আরও বলেন,'ওঁর চলে যাওয়া ভারতীয় সঙ্গীতের আকাশে যন্ত্রসঙ্গীতের বিশাল ক্ষতি। এত বড়মাপের তবলাবাদক, তাঁর অবদান ভারতীয় সঙ্গীতে বিশাল। উস্তাদ আলি আকবর খাঁ সাহেব, পণ্ডিত রবিশঙ্করজি থেকে শুরু করে আমাদের প্রজন্মের সঙ্গে ওঁর যোগাযোগ ছিল। দিনের পর দিন রাতের পর রাত ওঁর সঙ্গে কাটিয়েছি। মাঝেই মাঝেই ফোনে কথা হত। আমাকে কতো ভালবাসতেন তা বলে বোঝাতে পারব না। একটাই কথা বলব, কাশ্মীরী লোকসঙ্গীতে ব্যবহৃত একটি বাদ্যযন্ত্রকে ওঁর চেষ্টা, সৎতা, পরিশ্রম, গুরুভক্তি ও ভালোবাসা দিয়ে ভারতীয় রাগসঙ্গীতে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে আসতে পেরেছেন। যেকোনও সঙ্গীতশিল্পীর কাছেই উনি একজন ঈর্ষণীয় সফল শিল্পী। বহু তবলাবাদকের সাফল্যের পেছনে ওঁর অবদান প্রচুর। সবচেয়ে বেশি উনি বাজিয়েছেন উস্তাদ জাকির হুসেনের সঙ্গে। ওঁর মতো মানুষের চলে যাওয়া বিরাট ক্ষতি। ওঁর বিচার বিবেচনাও ভীষণ ভালো ছিল, রাগসঙ্গীতের বিভিন্ন শাখায় প্রচুর জ্ঞান ছিল। আমাকে উনি বড় হতে দেখেছেন। কিন্তু যখনই কথা বলতেন আমাকে পন্ডিত অজয় চক্রবর্তী বলতেন, খুবই লজ্জা পেতাম, উনি আমার পিতৃতুল্য ছিলেন।'

আরও পড়ুন: Pandit Shivkumar Sharma Passes Away: প্রয়াত কিংবদন্তি সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.