পাওলির 'ছক্কা'

বাংলাদেশে উড়ে গেলেন অভিনেত্রী পাওলি দাম। এখন তিনি অভিনয় করবেন বাংলাদেশি ছবিতে। না না, পাকাপাকিভাবে নয়। পনের দিন তিনি বাংলাদেশের ছবির অভিনেত্রী। বলিউড আর বিদেশি ছবির পর, এবার ওপার বাংলায় একেবারে ওভারবাউন্ডারি হাঁকালেন পাওলি। এক্সপেরিমেন্ট একেই বলে!

Updated By: Sep 13, 2015, 09:31 PM IST
পাওলির 'ছক্কা'

ওয়েব ডেস্ক: বাংলাদেশে উড়ে গেলেন অভিনেত্রী পাওলি দাম। এখন তিনি অভিনয় করবেন বাংলাদেশি ছবিতে। না না, পাকাপাকিভাবে নয়। পনের দিন তিনি বাংলাদেশের ছবির অভিনেত্রী। বলিউড আর বিদেশি ছবির পর, এবার ওপার বাংলায় একেবারে ওভারবাউন্ডারি হাঁকালেন পাওলি। এক্সপেরিমেন্ট একেই বলে!

হ্যাঁ। ঠুকে ঠুকে ক্রিজে টিকে থাকা নয়, একেবারে ওভার-বাউন্ডারি করলেন পাওলি দাম! বল পাঠালেন বাউন্ডারি লাইনের ওপারে। ওপার বাংলায়। ব্যাপারটা হেঁয়ালি মনে হচ্ছে? আসলে পাওলি এবার বাংলাদেশের প্রোডাকশনের ছবির নায়িকা। ছবির নাম- ছক্কা! বাংলাদেশি পরিচালক হাসিবুল রেজা কল্লোল থাকছেন ক্যামেরার পেছনে। আর পাশে, বাংলাদেশের হার্টথ্রব জাকির। আর হ্যাঁ, পুরোদস্তুর কমার্শিয়াল এই ছবি কিন্তু ইন্দো-বাংলা জয়েন্ট প্রোডাকশন নয়। জয়েন্ট ভেঞ্চারের ট্রেন্ড টা অনেকদিন আগেই ছিল। ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত স্বামী কেন আসামী ছিল প্রথম ইন্দো-বাংলা ছবি। তার পর প্রসেনজিত-ঋতুপর্ণা জুটির আমি সেই মেয়ে, দুই দেশেই ব্যবসা করেছিল ভালই। হাল আমলে গৌতম ঘোষের ছবি শঙ্খচিল-ও ইন্দো-বাংলা প্রোডাকশন, যেখানে প্রসেনজিত্ অভিনয় করছেন নবাগতা বাংলাদেশি নায়িকা কুসুমের সঙ্গে। আবার মাহির মতো বাংলাদেশি নায়িকা অভিনয় করেছেন এইরকমই জয়েন্ট ভেঞ্চারে, অঙ্কুশের বিপরীতে।

কাজেই বলা যেতেই পারে, বাংলাদেশি অভিনেত্রীদের তালিকায় অল্প দিনের জন্য হলেও সংযোজিত হচ্ছে পাওলি দামের নাম। ওপার বাংলার এক সরল সাদাসিধে গ্রামের মেয়ের ভূমিকায় দেখা যাবে পাওলিকে। ছবি রিলিজও করবে বাংলাদেশেই।

কয়েক বছর আগেই তো পায়েল অভিনয় করেছিলেন রাজ চক্রবর্তীর লে ছক্কা-য়। কিন্তু সে ছবি পুরোপুরি পশ্চিমবঙ্গেই বাজার করেছিল। ক্রস করেনি বাউন্ডারি লাইন। অন্যদিকে কদিন আগেই পরমব্রত একটি বাংলাদেশি ছবিতে শুটিং করে এলেন, বাংলাদেশের বিখ্যাত ডকুমেন্টারি মেকারের ছবিতে। দেখাই যাক, পাওলির এই ওভার-বাউন্ডারি, অন্য অভিনেত্রীদেরও ইনস্পায়ার করে কি না!

.