ট্যাংরা বস্তি থেকে উঠে আসা সঙ্গীত প্রতিভাদের কথা বলবে Tangra Blues

গানই সঞ্জীব ও জয়ীকে কাছাকাছি নিয়ে আসে...

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 4, 2021, 02:24 PM IST
ট্যাংরা বস্তি থেকে উঠে আসা সঙ্গীত প্রতিভাদের কথা বলবে Tangra Blues

নিজস্ব প্রতিবেদন : জয়ী মুম্বইয়ের একজন উঠতি সঙ্গীত পরিচালক। তিনি মুম্বইয়ের চাকচিক্যে ভরা জীবন থেকে বেরিয়ে ট্যাংরাতে তাঁর বাবার একটি অভিজাত অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেন। তাঁর সঙ্গে আলাপ হয় সঞ্জীব মণ্ডলের। যিনি কিনা ১০ বছর আগে দেশের সবথেকে বড় ট্যালেন্ট শোয়ে পারফর্ম করে দেশবাসীকে মুগ্ধ করেছিলেন। এখন সেই সঞ্জীব মণ্ডল ও তাঁর গ্রুপের সদস্যদের রাস্তাতে শো করতে দেখে অবাক জয়ী। সঞ্জীব বস্তির বাচ্চাদের নিয়ে একটি ব্যান্ড গঠন করেছেন। আর গানই সঞ্জীব ও জয়ীকে কাছাকাছি নিয়ে আসে। এমনই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে পরিচালক সুপ্রিয় সেনের ছবি 'ট্যাংরা ব্লুজ'। 

ছবিতে জয়ীর ভূমিকায় মধুমিতা সরকার, আর সঞ্জীব মণ্ডলের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাবে। ১৫ এপ্রিল মুক্তি পাবে 'ট্যাংরা ব্লুজ' ছবিটি। ছবিতে গান ছাড়াও রয়েছে অপরাধ জগত, খুন, দ্বন্দ্ব সহ নানান বিষয় উঠে আসবে। তবে গল্পের প্রেক্ষাপট কলকাতার ট্যাংরা বস্তি এলাকা। ছবিটিতে সঞ্জয় মণ্ডল এবং তাঁর গানের দলের জীবনের লড়াই এবং তাঁদের বিখ্যাত ওয়েস্ট ব্যান্ড গ্রুপ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। ইন্ডিয়া'স গট ট্যালেন্ট, যেটা কিনা মূলত ট্যাংরা বস্তি এলাকা থেকে উঠে আসা প্রতিভাদের নিয়ে তৈরি। ২০১০ সালে 'ইন্ডিয়া'স গট ট্যালেন্ট' শোয়ে এই গানের দলটি রানার্স আপ হয়। 

আরও পড়ুন-Parambrata Chattopadhyay-র সঙ্গে জুটি বাঁধছেন Madhumita Sarkar, সৌজন্যে 'ট্যাংরা ব্লুজ'

ছবির বিষয়ে পরিচালক সুপ্রিয় সেন বলেন, ''কলকাতার রাস্তায় প্রচুর প্রতিভা রয়েছে, ট্যাংরা ব্লুজ সেই প্রতিভাকেই সামনে আনার একটি প্রয়াস। এই ছবিটি একটা অন্যরকম সঙ্গীতের স্বাদ এনে দেবে। সমস্ত কলাকুশলীরাই ছবিতে ভীষণ ভালো পারফর্ম করেছেন। এখন দর্শকদের এটা কতটা ভালো লাগে সেটাই দেখার।''

আরও পড়ুন-গাড়ি ও বাড়ির জন্য দেড় কোটিরও বেশি টাকার ঋণের বোঝা Raj-র মাথায়

ছবিটি নিয়ে পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, ''ছবিটির মুক্তি নিয়ে আমি ভীষণই আগ্রহী। খুব শীঘ্রই ট্রেলার মুক্তি পাবে, দর্শকদের কাছে সেটা কতটা সাড়া ফেলে জানার জন্য মুখিয়ে আছি। সকলেই অনেক ভালোবাসা আর পরিশ্রম দিয়ে ছবিটিতে কাজ করেছেন। সুপ্রিয় স্যারও নিজের সেরাটা এই ছবির জন্য দিয়েছেন। প্রথমবার কোনও বাংলা ছবি রাস্তা থেকে উঠে আসা সঙ্গীতের কথা বলবে।''

এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নবারুণ বোস।

আরও পড়ুন-করোনায় এবার কাবু বলিউডের ফিট অভিনেতা Akshay Kumar

.