Paran Bandopadhyay: 'সৎভূত অদ্ভূত'-এর সৌজন্যে ভূতের রাজা হয়ে আসছেন পরাণ, কেমন সেই লুক?

 দুটি অসৎ ছেলের সৎ পথে আসার লড়াইয়ের কথা বলবে পরিচালক প্রীতম সরকারের এই ছবি। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 1, 2022, 03:32 PM IST
Paran Bandopadhyay: 'সৎভূত অদ্ভূত'-এর সৌজন্যে ভূতের রাজা হয়ে আসছেন পরাণ, কেমন সেই লুক?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : প্রকাশ্যে এল প্রীতম সরকারের পরিচালনায় নতুন ছবি "সৎ ভূত অদ্ভূত" ছবির লুক। ছবিতে কেন্দ্রীয় চরিত্র 'ভূতের রাজা'র ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। দুটি অসৎ ছেলের সৎ পথে আসার লড়াইয়ের কথা বলবে পরিচালক প্রীতম সরকারের এই ছবি। 

 ছবির গল্পের প্রেক্ষাপট রানা ও বিল্টু দুই অসৎ ছেলেকে নিয়ে। একজন চোর আর অন্যজন টিকিট ব্ল্যাকার। একদিন ধরা পড়ে গিয়ে মনে দুঃখে দুজনে চলে যান ঘন জঙ্গলে। সেখানেই তাঁদের সঙ্গে দেখা হয় ভূতের রাজার। রহস্যময় এক ঘটনার সাক্ষী হন তাঁরা। তারপর শর্ত পূরণের তাগিদে সমাজের বড় বড় মহারথীদের সঙ্গে পাল্লা দিয়ে তাঁদের জীবনের ছন্দ বদলে যায় ! কিন্তু জঙ্গলে সেদিন রাতে ঠিক কী ঘটেছিল? নিজেদের আদৌ কতটা বদলাতে পারবেন রানা ও বিল্টু? সব মিলিয়ে এক সামাজিক কিন্তু রোমাঞ্চকর নতুন ছন্দের গল্প বলবে "সৎ ভূত অদ্ভূত"।

আরও পড়ুন-'অচেনা উত্তম' হয়ে এলেন শাশ্বত, প্রকাশ্যে মহানায়কের ব্যক্তিগত জীবন, দেখুন...

এই ছবিতে পার্থ চক্রবর্তী, প্রসূন গাইনকে জেলের কয়েদির ভূমিকায় দেখা যাচ্ছে। পূজা সরকার, ইভলিনা চক্রবর্তীকে দেখা যাবে এক অন্যরূপে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, ববি চৌধুরী, রাজু মজুমদার সহ আরও অনেকে। 

"সৎ ভূত অদ্ভূত" ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে। ছবিতে একটি গানও রয়েছে। পরিচালক প্রীতম সরকার জানান "পরান বন্দ্যোপাধ্যায় কে এই ছবিতে পুরোপুরি ভিন্ন লুকে দেখা যাবে। যা দর্শকদের ভালো লাগবে বলেই আশা করছি"। প্রযোজক ববি চৌধুরীর প্রযোজনাতে "অ্যাকন প্রীতি ক্রিয়েশন এলএলপি" এর ব্যানারে  ছবিটি মুক্তি পাবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.