পাইরেটস অফ ক্যারিবিয়ানের পঞ্চম ইনস্টলমেন্ট (দেখুন ট্রেলর)
Updated By: Mar 3, 2017, 06:26 PM IST
ওয়েব ডেস্ক: সমুদ্রের অধিকার নিয়ে যুদ্ধ, আর তা নিয়ে ওয়াল্ট ডিজনি সংস্থা থেকে ছবি নতুন কিছু নয়। পাইরেটস অফ ক্যারিবিয়ানের পঞ্চম ইনস্টলমেন্ট নিয়ে হাজির পরিচালক জোয়াকিম রনিং ও এস্পেন স্যান্ডারবার্গ। এবারের গল্প Dead Men Tell No Tales।জ্যাক স্প্যারোর ভূমিকায় জনি ডেপ । তার বিরুদ্ধে আর্মান্দো স্যালাজার, যে তার স্প্যানিয়ার্ড নৌসেনার সাহায্যে Devil's triangle থেকে পালিয়ে সমুদ্রের অধিকার নিতে চায়। ছবিটি রিলিজ করবে ২৬শে মে। বের হল পাইরেটস অফ ক্যারিবিয়ান ফআইভের ট্রেলার। (ইরানি পরিচালক মজিদ মজিদের সিনেমায় নাসিরুদ্দিন কন্যা হীবা)