শ্রীদেবী স্মরণীয় হয়ে থাকবেন : মোদী
অকাল প্রয়াণ। শ্রীদেবীর মৃত্যু বলিউড তথা গোটা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ইন্দ্রপতন বললেও বোধহয় কম বলা হয়। অভিনেত্রীর মৃত্যু চলচ্চিত্র দুনিয়ার কাছে একটা 'সদমা'। অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
নিজস্ব প্রতিবেদন : অকাল প্রয়াণ। শ্রীদেবীর মৃত্যু বলিউড তথা গোটা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ইন্দ্রপতন বললেও বোধহয় কম বলা হয়। অভিনেত্রীর মৃত্যু চলচ্চিত্র দুনিয়ার কাছে একটা 'সদমা'। অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
পিএম মোদী টুইটারে লিখেছেন, '' শ্রীদেবীর অকাল প্রয়াণ একটা বড় ক্ষতি। তিনি চলচ্চিত্রে ইতিহাসে কিংবদন্তি ছিলেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে বহু চরিত্রে অভিনয়ই স্মরণীয় হয়ে থাকবে। শ্রীদেবীর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। তাঁর আত্মার শান্তি কামনা করি।''
Saddened by the untimely demise of noted actor Sridevi. She was a veteran of the film industry, whose long career included diverse roles and memorable performances. My thoughts are with her family and admirers in this hour of grief. May her soul rest in peace: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 25, 2018
শ্রীদেবী আকষ্মিক মৃত্যুতে মর্মাহত বলিউড থেকে শুরু করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিও। দুবাইতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শনিবার রাত ১১থেকে ১১.৩০ নাগাদ হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।