Tv Actress Death: ঘর থেকে উদ্ধার অপর্ণার দেহ, মাত্র ৩১ বছরেই প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী...
Aparna P Nair: বৃহস্পতিবার রাতে অভিনেত্রীর ঘর থেকেই তাঁকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই অপর্ণাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করেছে পুলিস।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিনোদন দুনিয়ায় ফের দুঃসংবাদ। তিরুবন্তপুরমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় মালায়ালি অভিনেত্রী(Actress) অপর্ণা নায়ার(Aparna P Nair)। বৃহস্পতিবার অচৈতন্য অবস্থায় অভিনেত্রীর বাড়ি থেকেই উদ্ধার করা হয় তাঁকে। এই খবরেই শোকের ছায়া বিনোদুনিয়ায়। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স ছিল মাত্র ৩১ বছর।
বৃহস্পতিবার রাতে অভিনেত্রীর ঘর থেকেই তাঁকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই অপর্ণাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করেছে পুলিস। শুরু করেছে তদন্তও। কারামানা থানার পুলিশ জানায়, রাত ১১টার দিকে কিলিপালমের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁরা মৃত্যুর খবর পায়। পুলিসের একটি দল অভিনেত্রী বাড়িতে তদন্ত করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই রাতেই ওই বাড়িতেই তাঁর মৃত্যু হয়েছে।
মালায়লম ছবি ও টেলিভিশনের জগতের জনপ্রিয় নাম অপর্ণা নায়ার। একাধিক ছবি ও টেলিভিশন ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। স্বামী সঞ্জিত ও দুই মেয়ে, ত্রায়া ও কৃতিকাকে নিয়ে সুখের সংসার ছিল অপর্ণার। আচমকা কেন আত্মহত্যার পথ বেছে নিলেন অভিনেত্রী, তা নিয়েই দানা বেঁধেছে রহস্য।
আরও পড়ুন- Jawan Trailer: ‘...বাপের সঙ্গে কথা বল’ আরিয়ান গ্রেফতারির পাল্টা বার্তা ‘জওয়ান’ শাহরুখের?
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো কোলাজ শেয়ার করেছিলেন অভিনেত্রী। নিজের ছবি দিয়ে তৈরি সেই ভিডিয়োতে মহিলাদের জীবনের কঠিন লড়াইয়ের কথা বলতে শোনা গিয়েছিল তাঁকে। অনুরাগীদের সঙ্গে পরিবারের একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। এমনকী মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও নিজের মেয়ের একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন অপর্ণা। তারপর হঠাৎ কেন এই হঠকারী সিদ্ধান্ত, প্রশ্ন অভিনয়ের জগতে।
প্রসঙ্গত, অপর্ণা পি নায়ার চন্দনামাঝা, আত্মসাখী, মৈথিলী ভেন্ডুম ভারুম, দেবস্পর্শমের মতো টিভি শো-তে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। এছাড়াও তিনি মেঘতীর্থম, মুথুগাউ, আচায়ানস, কোদাথি সমাক্ষম বালান উকিল এবং কল্কির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।
(আত্মহত্যা শুধু আপনাকেই নয়, আপনার কাছের মানুষদেরও শেষ করে দেয়। আপনি কোনও ভাবে বিষণ্ণ বা অবসাদগ্রস্ত হলে কল করুন ৯১৫২৯-৮৭৮২১ নম্বরে। সোম থেকে শনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করার সময়।)