‘বাহুবলী ৩’-এ প্রভাসকে অভিনয়ের প্রস্তাব দিলেন পরিচালক রাজামৌলি! কী বললেন প্রভাস?

কিছুদিন আগেও বাহুবলী ২ নিয়ে সারাদেশে উচ্ছ্বাসের বন্যা বয়ে যাচ্ছিল। বাহুবলীর সৌজন্যে অভিনেতা প্রভাস আরও জনপ্রিয় হয়ে উঠেছেন। তবে এবার জনপ্রিয়তা আর নির্দিষ্ট কোনও একটি জায়গায় থেকে থাকেনি। এখন তিনি সারাদেশের মানুষের কাছে জনপ্রিয়তার তালিকায় অন্যতম হয়ে উঠেছেন।

Updated By: Jun 23, 2017, 03:44 PM IST
‘বাহুবলী ৩’-এ প্রভাসকে অভিনয়ের প্রস্তাব দিলেন পরিচালক রাজামৌলি! কী বললেন প্রভাস?

ওয়েব ডেস্ক: কিছুদিন আগেও বাহুবলী ২ নিয়ে সারাদেশে উচ্ছ্বাসের বন্যা বয়ে যাচ্ছিল। বাহুবলীর সৌজন্যে অভিনেতা প্রভাস আরও জনপ্রিয় হয়ে উঠেছেন। তবে এবার জনপ্রিয়তা আর নির্দিষ্ট কোনও একটি জায়গায় থেকে থাকেনি। এখন তিনি সারাদেশের মানুষের কাছে জনপ্রিয়তার তালিকায় অন্যতম হয়ে উঠেছেন।

বাহুবলীতে অভিনয় করার জন্য ৫ বছর ধরে নিজেকে তৈরি করেছেন প্রভাস । সম্প্রতি বাহুবলী পরিচালক এস.এস রাজামৌলি তাঁকে বাহুবলী ৩ –এ অভিনয় করার প্রস্তাব দেন। তার উত্তরে প্রভাস কী বলেন জানেন?

না না, বাহুবলী ৩ নামে কোনও সিনেমা আসলে আসছে না। একটি অনুষ্ঠানে ‘বল্লালদেব’ অর্থাত্‌ রানা দাগ্গুবাতীর সঙ্গে মজা করতে প্রভাসকে ফোন করেন রাজামৌলি। বাহুবলী ৩ –এ অভিনয়ের প্রস্তাব পেয়েই প্রভাস তেলুগুতে বলেন , ‘আম্মা নে ইয়াম্মা।’ অর্থাত্‌ ওহ মাই গড।

ভিডিওটি দেখে নিন...

https://www.facebook.com/TPH.Trolls/videos/1708374705846869/

.