কলকাতা, ক্যাবারে ও প্রিয়াঙ্কা
সত্তরের দশকের কলকাতাকে নিজের ছবিতে তুলে ধরেছেন `গুন্ডে` পরিচালক আলি আব্বাস জাফর। আর সেই সত্তরের কলকাতাতেই ক্যাবারে ডান্সার নন্দিতার ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।
সত্তরের দশকের কলকাতাকে নিজের ছবিতে তুলে ধরেছেন `গুন্ডে` পরিচালক আলি আব্বাস জাফর। আর সেই সত্তরের কলকাতাতেই ক্যাবারে ডান্সার নন্দিতার ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।
সত্তরের অশান্ত সময়ের ওয়াগন ব্রেকার, কয়লা চোর বিক্রম ও বালা ছবির দুই মূল চরিত্র। সেখানে থেকেই তারা হয়ে ওঠে কালবাজারের দুই মাফিয়া। আদিত্য চোপড়া প্রযোজিত ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রনবীর সিং, অর্জুন কপূর ও ইরফান খান। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি সারা বিশ্বে মুক্তি পাচ্ছে গুন্ডে।
এর আগে শুট আউট অ্যাট ওয়াডালা ছবিতে জিনাত আমন স্টাইলে প্রিয়াঙ্কাকে পাওয়া গেলেও দর্শকদের বিশেষ মনে ধরেনি বদমাশ বাবলি। তবে ক্যাবারে প্রিয়াঙ্কা প্রথম ঝলকেই এগিয়ে রয়েছেন কয়েক ধাপ। বাকিটা দেখতে শুধু সময়ের অপেক্ষা।