Prosenjit wed Rituparna : দিন ঠিক, প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের গান আসছে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর স্টাইলেই!
'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর 'চোখ তুলে...'র স্টাইলে-ই হবে 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'র গান। মাত্র তিনদিনেই সেই টিজার ভিডিয়ো দেখে ফেলেন প্রায় ৩৫ লক্ষ মানুষ। এত ভালোবাসা দেওয়ার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে প্রসেনজিৎ লিখেছিলেন, খুব শীঘ্রই তাঁরা উপহার পাবেন। এদিকে তারকা জুটির বিয়ের তত্ত্বাবধানে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর ম্যানেজার মোহর ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। প্রস্তুতি চলছে কিছুদিন আগে ছবির প্রচারে নিজের তিনটে বিয়ে নিয়ে নিজেই মজা করেছিলেন, সেই প্রসেনজিৎ-ই কিনা চতুর্থ বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন! এনিয়ে লোকজনের মধ্যে গুঞ্জন, আলোচনা চলছেই।
