জুতো, গামছা, খাবার, পরিযায়ী শ্রমিকদের জন্য এগিয়ে এলন র‌্যাপার রাফতার

৪ হাজার জোড়া জুতো দিয়েছেন রাফতার 

Edited By: জয়িতা বসু | Updated By: Jun 1, 2020, 04:28 PM IST
জুতো, গামছা, খাবার, পরিযায়ী শ্রমিকদের জন্য এগিয়ে এলন র‌্যাপার রাফতার

নিজস্ব প্রতিবেদন : সোনু সুদ, স্বরা ভাস্কর, অমিতাভ বচ্চনের পর এবার  র‌্যাপার রাফতার। পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য এগিয়ে এলেন এই জনপ্রিয় র‌্যাপার। গামছা থেকে জলের বোতল কিংবা খাবার, পরিযায়ী শ্রমিকদের জন্য একের পর এক করে সাহায্যের হাত বাড়াচ্ছেন রাফতার। এসবের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের ৪ হাজার জোড়া জুতোও দিয়েছেন রাফতার।

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

প্রযোজক বিক্রান্ত কৌশিক জানান, ইসমাইল দরবার, মিলিন্দ গাব্বারাও রাফতারের সঙ্গে হাত মিলিয়েছেন পরিযায়ী শ্রমিকদের জন্য। রাফতারের সঙ্গে বি টাউনের আরও বেশ কয়েকজন সেলেব একযোগে পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। তাঁরাই জুতো থেকে গামছা এবং শুকনো খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন ওই অসহায় মানুষগুলোর জন্য।

প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকদের জন্য বাসের ব্যবস্থা করে তাঁদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন বলিউড অভিনেতা সোনু সুদ। কখনও মহারাষ্ট্র থেকে কর্নাটক আবার কখনও উত্তরপ্রদেশ কিংবা কেরল থেকে ওড়িশা, বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কখনও সড়ক পথে আবার কখনও বিমান পথে ঘরে ফেরাচ্ছেন সোনু সুদ। যার ফলে সোনু সুদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন বিভিন্ন ক্ষেত্রের মানুষ।

.