Raj Chakraborty on Rahul Banerjee: ‘কেউ অকারণে বাজে কথা বললে বুঝতে হবে, তার সমস্যা আছে...’ রাহুলকে পাল্টা রাজের...
Raj Chakraborty: ‘আবার প্রলয়’-এর ট্রেলার রিলিজের পরেই রাজের বিরুদ্ধে সেক্রেড গেমসের পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করার অভিযোগ তোলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এরপরে আরও বিস্ফোরক দাবি করে অভিনেতা বলেন যে, রাজ তাঁর অনেক ক্ষতি করেছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রলয় নিয়ে ফিরছেন রাজ চক্রবর্তী(Raj Chakraborty)। তবে এবার আর ছবি নয়, এবার প্রলয় ফিরছে ওয়েব সিরিজ(Web Series) হয়ে। সিরিজের নাম ‘আবার প্রলয়’(Abar Proloy)। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ট্রেলার। ট্রেলারে ঋত্বিক চক্রবর্তীর(Ritwick Chakraborty) লুকের সঙ্গে সেক্রেড গেমস(Sacred Games) সিরিজের পঙ্কজ ত্রিপাঠী(Pankaj Tripathi) অভিনীত চরিত্রের লুকের মিল পান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়(Rahul Arunoday Banerjee)। এই ব্যাপারে তিনি রাজের সমালোচনা করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন, ‘যে একদা কপি করিত আজও কপি করে, শুধু তামিল ছেড়ে সেক্রেড গেমসের পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে, এটাই যা...ট্রোলস ওয়েলকাম।’
আরও পড়ুন- Pori Moni: রাজ্যের প্রথম জন্মদিন, এলাহি আয়োজনের প্রস্তুতি শুরু মা পরীমণির
কারোর বুঝতে সমস্যা হয়নি যে রাজ চক্রবর্তীকে উদ্দেশ্য করেই এই পোস্ট করেছেন রাহুল। যে রাজের ছবির নায়ক হয়ে টলিউডে পা রেখেছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। সেই রাজের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কেন প্রতিবাদ? কেন রাজ চক্রবর্তীর সঙ্গে সরাসরি কথা বললেন না অভিনেতা? জি ২৪ ঘণ্টা ডিজিটালকে তিনি জানান, ‘রাজ যদি এক নিউজ পেপারে ওপেনলি বলতে পারে, আমার মতো খারাপ মানুষ হয় না, যেটা ও আমায় সরাসরি বলতে পারত যে আমার সঙ্গে সমস্যা আছে, তাহলে আমি কেন সোশ্যাল মিডিয়ায় বলব না! রাজ তো আমার ক্ষতি করেছে। তখন ৬ মাস হয়েছে যে আমার সিনেমা হিট হয়েছে তখনই ও সাক্ষাৎকারে বলল, ‘রাহুলের মতো খারাপ মানুষ হয় না। আমি আর ওর সাথে কাজ করব না’।
রাহুলের আরও বলেন, ‘আমার পরিবার, আমার বন্ধু, আমার শিক্ষক, আমার চারপাশে যাঁরা আছেন তাঁদের সামনে আমার কী অবস্থা হয়েছে, আমার কী ডিপ্রেশন হয়েছে সেই কথা ও ভেবেছে? আমি যদি গ্রামের একটা ছেলে হতাম, এই শহরে একা এসে স্ট্রাগল করতাম, আমার যা ডিপ্রেশন হয়েছিল সেই সময় যদি আমার বাবা-মা পাশে না থাকত, প্রিয়াঙ্কা পাশে না থাকত তাহলে এই শহরে একটা সুশান্ত সিং রাজপুত হতে পারত। আমি তো আর কোনও পরিচালকের সম্পর্কে এরকম কখনও বলি না।’
রাহুলের এই মন্তব্যের পরে মুখ খুললেন রাজ চক্রবর্তী। সিরিজে ঋত্বিকের লুক প্রসঙ্গে এক সংবাদমাধ্যমে রাজ বলেন, ট্রেলার দেখেই যদি সবটা বুঝে যাওয়া যেত তাহলে একটা সিরিজ বা সিনেমা তৈরি করার দরকার হত না। পরিচালকের দাবি পুরো সিরিজ দেখার পরে কারোর যদি মনে হয় পঙ্কজ ত্রিপাঠীর চরিত্রের সঙ্গে মিল রয়েছে, তখন তিনি জবাব দেবেন। রাহুলের ব্যঙ্গাত্মক পোস্ট সম্পর্কে রাজ বলেন, অভিনেতা কেন এমন বলেছেন তিনি জানেন না। ‘আমার কাজ কারও খারাপ লাগতেই পারে। কিন্তু কোনও ব্যক্তি যদি অকারণে কারও নামে হঠাৎ বাজে কথা বলে তখন বুঝতে হবে, তার কোনও সমস্যা আছে’, দাবি রাজের।