বাংলাদেশে বন্ধ করে দেওয়া হল রাজ চক্রবর্তীর ছবির শ্যুটিং!

এই ছবিতে রাজ চক্রবর্তীর ভূমিকা কিন্তু পরিচালক হিসাবে নয়, এখানে তিনি শুধুই প্রযোজক।

Updated By: Sep 17, 2018, 06:44 PM IST
বাংলাদেশে বন্ধ করে দেওয়া হল রাজ চক্রবর্তীর ছবির শ্যুটিং!

নিজস্ব প্রতিবেদন: 'নূর জাহান'-এর পর ফের পরবর্তী ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন রাজ চক্রবর্তী। তাঁর আগামী ছবির 'প্রেম আমার ২'। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত পরিচালক রাজ চক্রবর্তীর জনপ্রিয় ছবি 'প্রেম আমার'-এর সিক্যুয়াল এটি। যদিও প্রেম আমার ২-এর গল্প এক্কেবারেই আলাদা বলেই জানা যাচ্ছে। তবে এই ছবিতে রাজ চক্রবর্তীর ভূমিকা কিন্তু পরিচালক হিসাবে নয়, এখানে তিনি শুধুই প্রযোজক। প্রেম আমার ২ ছবির পরিচালনা করছেন বিদুলা ভট্টাচার্য 

তবে বাংলাদেশের সিলেটে চলা 'প্রেম আমার-২' এর শ্যুটিংয়ের তৈরি হয়েছে জটিলতা। সূত্রের খবর, শুক্রবার বাংলাদেশের সিলেট শহরে এম সি কলেজে ছবির শ্যুটিং চলাকালীন সেই শ্যুটিং বন্ধ করে দেয় সেদেশের পুলিস। সেদেশের পুলিসের দাবি শ্যুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি পত্র নেই ছবিটির নির্মাতাদের কাছে। শুক্রবার সকাল ৮টা এম সি কলেজে শুরু হয়েছিল এই শ্যুটিং। সেসময় বাংলাদেশ পুলিসের বিশেষ শাখা এসএমপির (সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র) অনুমতিপত্র দেখতে চায়। আর তা না দেখাতে পারাতেই শ্যুটিং বন্ধ হয়ে যায় বলে খবর। অগত্যা সিলেট থেকে ঢাকায় ফিরে যেতে হয় প্রেম আমার ২ ছবির গোটা টিমকে। প্রসঙ্গত, এই ছবিটি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সঙ্গে যৌতভাবে প্রযোজনা করছেন বাংলাদেশের জ্যাজ মাল্টিমিডিয়া।

আরও পড়ুন-'বাপ্পা' নয়, গণপতি 'পাপ্পা'র কাছে মন দিয়ে প্রার্থনা আব্রামের

আরও পড়ুন-বিগ বস ১২: ৬৫র গায়ক অনুপ জালোটার প্রেমে মজেছেন ২৮ এর জসলিন

এদিকে বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, সেদেশের যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির সদস্য মুশফিকুর রহমান গুলজার জানিয়েছেন, ''যৌথ প্রযোজনার কোনও ছবি করতে গেলে আগে প্রিভিউ কমিটিতে চিত্রনাট্য পাস করাতে হবে। তারপর বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে শ্যুটিং শুরু করতে হবে। সেক্ষেত্রে প্রেম আমার ২ এর চিত্রনাট্য প্রিভিউ কমিটিতে এখনও জমা পড়েনি। তাই অনুমতি ছাড়া শ্যুটিং অবৈধ। ''

প্রসঙ্গত প্রেম আমার ২ ছবিটিতে অভিনয় করেছেন 'নূরজাহান' ছবির নায়ক অদৃত রায় ও বাংলাদেশের অভিনেত্রী পূজা চেরি রায়। যদিও এই ছবিতে প্রথমে মিমি-সোহম ও আবির-পায়েলের অভিনয়ের কথা শোনা গিয়েছিল। তবে পরে রাজ চক্রবর্তী ছবিতে তথাকথিত নতুন মুখ নেওয়ার কথাই সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত, এর আগে রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ডেবিউ ছবি 'নূরজাহান' সেভাবে বক্স অফিসে সাফল্য পায়নি। 

আরও পড়ুন-কিশোরের গলায় গান গাইছেন প্রসেনজিৎ! শুনেছেন?

.