সত্যজিতেই ভরসা, রাজর্ষির চোখ দিয়ে নতুন করে দর্শক দেখবেন ‘আবার কাঞ্চনজঙ্ঘা’
পরিচালক রাজর্ষি তৈরি করলেন নতুন ফ্যামিলি ড্রামায় একঝাঁক তারকা
নিজস্ব প্রতিবেদন: সত্যজিৎ রায়ের একশ বছরে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য। পরিচালক রাজর্ষি তৈরি করলেন নতুন ফ্যামিলি ড্রামা। একঝাঁক তারকাকে নিয়ে পাহাড়ের ঢাল গুনে গুনে পৌঁছে গিয়েছিলেন কাঞ্চনজঙ্ঘায়। আর সেখানেই ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়। শহরের এক মলে সদ্য মুক্তি পেল ছবির ট্রেলার। ট্রেলার লঞ্চে হাজির ছিলেন একঝাঁক তারকা। হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রত্যেকটি চরিত্রের মধ্যে আলাদা আলাদা গল্প খুঁজেছেন পরিচালক। একটি যৌথ পরিবারের চার ভাইয়ের গল্প, তাঁদের একসঙ্গে বেঁধে বেঁধে থাকা, সম্পর্কের টানাপোড়েন সব নিয়েই ছবির গল্প।
আরও পড়ুন: Shah Rukh Khan: 'দেশ ধর্ম আর দেশের সুরক্ষাই কর্ম', বলছেন 'পাঠান' শাহরুখ খান
অভিনয়ে শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), দেবলীনা কুমার (Devlina Kumar), রুপঙ্কর বাগচি (Rupankar Bagchi), কৌশিক সেন (Kaushik Sen), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) সহ একঝাঁক তারকা। মাত্র ১৭ দিনে ছবির কাজ শেষ করেছেন। প্রায় প্রতিদিনই পরিষ্কার কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছেন তাঁরা। ছবির দৃশ্যেও চোখের পড়ার মত কাঞ্চনজঙ্ঘা, নিজেই একটি চরিত্র হয়ে উঠেছে।
আরও পড়ুন: Kumar Sanu: প্রথম প্রেমে প্রত্যাখানই সাফল্যের চাবিকাঠি! প্রেমিকাকে কী বার্তা দিলেন কুমার শানু?
ছবির নাম 'আবার কাঞ্চনজঙ্ঘা'। নিশীথ দেবের সন্তানরা তাঁদের দার্জিলিং-এর পৈতৃক বাড়িতে ছুটি কাটাতে আসেন। অভিলাষ তাঁদের বাড়ির নাম, আর এর সঙ্গেই জড়িয়ে সব স্মৃতি। সবাই মিলে একসঙ্গে ছুটি কাটানো মানেই যেন ছেলেবেলার স্মৃতিচারণ। একটি দুর্ঘটনা এরপর আইনি বেড়াজালে জড়িয়ে পড়া, জামিন পেয়ে পরিবারের সঙ্গে ঘুরতে আসা, দুর্ঘটনার আতঙ্ক, অপরাধ বোধ সব নিয়ে গড়ে উঠেছে চরিত্র। প্রতিটি চরিত্রের সঙ্গে লুকিয়ে চমক। পরিচালক সচেতনভাবেই সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘার শুটিং স্পটগুলো বেছে নিয়েছিলেন। নস্টালজিয়া উস্কে দিতেই সেই বেঞ্চের শট, ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘাকে আরও উজ্জ্বল করে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর গুরুকে। ছবির গানও মন কাড়বে দর্শকের। ট্রেলারে আবহ সঙ্গীত টানটান। ১ এপ্রিল মুক্তি পাবে ছবি। তার আগে ট্রেলার লঞ্চ জমজমাট। সকলে মিলে আবারও প্রেক্ষাগৃহে বাংলা ছবি দেখতে ফিরে আসুন, সকলের আশা এখন একটাই।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)