চেন্নাইয়ে বন্যার জন্য তাঁর জন্মদিন পালন না করতে ভক্তদের অনুরোধ রজনীকান্তের
আগামী ১২ ডিসেম্বর ৬৪ বছরে পা দেবেন তিনি। অবশ্য পা দেবেনই বা কোথায়! গোটা চেন্নাই যে জলে থৈ থৈ করছে।
ওয়েব ডেস্ক: আগামী ১২ ডিসেম্বর ৬৪ বছরে পা দেবেন তিনি। অবশ্য পা দেবেনই বা কোথায়! গোটা চেন্নাই যে জলে থৈ থৈ করছে।
বৃষ্টি আগের থেকে কমেছে। জলও নামছে একটু একটু করে। কিন্তু স্বাভাবিক হতে চেন্নাইয়ের যে আরও বেশ কিছুদিন সময় লাগবে। এই অবস্থায় কীভাবে ধুমধাম করে নিজের জন্মদিন পালন করেন তামিল সুপারস্টার রজনীকান্ত!
তামিলনাড়ুর ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দান করেছেন রজনীকান্ত। যদিও এতেও সুপারস্টার মনে শান্তি পাচ্ছেন না। তাঁর অগণিত ভক্ত, অনুগামীরা যে বন্যায় বড় কষ্ট পাচ্ছেন। তাই রজনীকান্ত নিজে ঠিক করেছেন যে, এবার তিনি জন্মদিন পালন করবেন না। উল্টে তিনি তাঁর ভক্তদের কাছেও অনুরোধ করেছেন, তাঁর জন্মদিন পালন করতে গিয়ে টাকা নষ্ট করতে না। বরং, সেই টাকা চেন্নাইয়ের বন্যা দুর্গতদের সাহায্যের জন্যই ব্যয় করার জন্য অনুরোধ করেছেন রজনীকান্ত।
রজনীকান্ত একা শুধু নন, ধনুষসহ একাধিক তামিল সুপারস্টার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দান করেছেন। অন্যদিকে আর এক তামিল সুপারস্টার কমল হাসান বন্যা ত্রাণ নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিলেন। পরে সেই নিয়ে বিতর্ক তৈরি হলে, কমল হাসান জানিয়ে দেন যে, তিনি মোটেই কোনও রাজৈনিতক উদ্দেশ্য নিয়ে সে কথা বলেননি।