‘পদ্মাবত’ নিয়ে বিতর্কিত মন্তব্য করে রণবীরের প্রশংসা স্বরার

‘পদ্মাবত’-এ মহিলাদের 'চলতা ফিরতা যোনি সর্বস্ব' হিসাবে তুলে ধরা হয়েছে। সঞ্জয় লীলা বনশালির সিনেমা নিয়ে এমনই মন্তব্য করেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। যা নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক শুরু হয়েছে। স্বরার মন্তব্য নিয়ে যখন গোটা দেশ জুড়ে জল্পনা শুরু হয়েছে, তখন রণবীর সিং কিন্তু কথা বললেন অন্য সুরে।

Updated By: Jan 31, 2018, 07:01 PM IST
‘পদ্মাবত’ নিয়ে বিতর্কিত মন্তব্য করে রণবীরের প্রশংসা স্বরার

নিজস্ব প্রতিবেদন : ‘পদ্মাবত’-এ মহিলাদের 'চলতা ফিরতা যোনি সর্বস্ব' হিসাবে তুলে ধরা হয়েছে। সঞ্জয় লীলা বনশালির সিনেমা নিয়ে এমনই মন্তব্য করেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। যা নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক শুরু হয়েছে। স্বরার মন্তব্য নিয়ে যখন গোটা দেশ জুড়ে জল্পনা শুরু হয়েছে, তখন রণবীর সিং কিন্তু কথা বললেন অন্য সুরে।

তিনি বলেন, স্বরা নাকি তাঁকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে স্বরা তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। রণবীর যেভাবে পর্দায় আলাউদ্দিন খিলজির চরিত্রকে ফুটিয়ে তুলেছেন, তা প্রশংসার যোগ্য বলেও নাকি রণবীরকে জানিয়েছেন ‘আনারকলি আরা’ অভিনেত্রী।

আরও পড়ুন : অমৃতার জন্মদিনে যা হল, শুনলে কানে আঙুল দেবেন 

এদিকে পদ্মাবত দেখে বিতর্কিত মন্তব্য করেন স্বরা ভাস্কর। সঞ্জয় লীলা বনশালিকে একটি খোলা চিঠি দিয়ে সেখানে স্বরা লেখেন, ''মেয়েরাও মানুষ, তাঁদের বাঁচার অধিকার আছে। এমনকী ধর্ষিতা হওয়ার পর, কিংবা স্বামীর মৃত্যুর পরও তাঁদের বাঁচার অধিকার রয়েছে। শুধুমাত্র যোনির শুদ্ধতা রক্ষা করাই তাঁদের কর্তব্য নয়।  সুতরাং কেউ যদি যোনির শুদ্ধতা নষ্ট করে তাহলে মহিলাদের কেন মরে যেতে হবে? শুধু কথা বলা যোনি নয়। এযুগে দাঁড়িয়ে মেয়েরা আরও অনেক কিছুই...।''

.