এবার বাজতে শুরু করল 'বেঁচে থাকার গান'
২২তম চলচ্চিত্র উত্সব শুরু হয়েছে যে বাংলা ছবি দিয়ে,গতকাল বাংলা জুড়ে মুক্তি পেল সেই ছবি, বেঁচে থাকার গান। চলচ্চিত্র উত্সবে সকলের দ্বারা সমাদৃত এই ছবি দেখতে প্রেমিয়ারে পাওয়া গেল উত্সাহী দর্শকদের পাশাপাশি তারকাদেরও উপস্থিতি।
ওয়েব ডেস্ক: ২২তম চলচ্চিত্র উত্সব শুরু হয়েছে যে বাংলা ছবি দিয়ে,গতকাল বাংলা জুড়ে মুক্তি পেল সেই ছবি, বেঁচে থাকার গান। চলচ্চিত্র উত্সবে সকলের দ্বারা সমাদৃত এই ছবি দেখতে প্রেমিয়ারে পাওয়া গেল উত্সাহী দর্শকদের পাশাপাশি তারকাদেরও উপস্থিতি।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একাকিত্ব মানুষকে আরও অন্ধকারে আচ্ছন্ন করে দেয়। কিন্তু সেই একাকিত্বের মধ্যেও কীভাবে বেঁচে থাকার আনন্দ উপভোগ করা যায়। তা নিয়েই অভিজিত্ গুহ ও সুদেষ্ণা রায়ের বেঁচে থাকার গান। অভিনয়ে পরাণ বন্দোপাধ্যায়, দ্বিজেন মুখার্জি, সোহাগ সেন, অনামিকা সাহার মতো ব্যক্তিত্বরা। প্রত্যেকের অভিনয় নজড়কাড়া।
আরও পড়ুন- ফেলুদা হঠাত্ সংশয়ে ফেলে দিলেন শিশু চলচ্চিত্র উত্সব কর্তৃপক্ষকে
ছবিতে এক ওল্ড এজ হোমের দায়িত্বে টোটা রায়চৌধুরি। নিজের জীবনের সেরা পাঁচটি কাজের তালিকায় এই ছবিকে রাখছেন এই অভিনেতা। প্রিমিয়ারে এমনটাই জানালেন টোটা রায়চৌধুরি।
প্রিমিয়ারে হলে ঢোকার আগে যতটা উত্সাহ তারকাদের মধ্যে দেখা গেল, একইরকম হাসি তাঁদের মুখে বজায় থাকল ছবি দেখার পরও।
ডিমানিটাইজেশনের সময়ও এই ছবি দেখতে আসবেন দর্শকরা। আশাবাদী পরিচালকদ্বয়।