প্রজাতন্ত্র দিবস : ট্যুইটে শুভেচ্ছা Amitabh, Priyanka সহ বলিউড তারকাদের
রাজধানীর পাশাপাশি গোটা দেশ জুড়েও পালন করা হচ্ছে ৭২তম প্রজাতন্ত্র দিবস।
নিজস্ব প্রতিবেদন : গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে প্রজাতন্ত্র দিবস। ৭২তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে শুরু হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান। ৭২ তম প্রজাতন্ত্র দিবসে গালওয়ানের বীর শহিদদের মরণোত্তর সাহসিকতার পুরস্কার দেওয়া হয় সরকারের তরফে। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দিল্লির (Delhi) রাজপথে দেখা যায় পদাতিক বাহিনীকে। যার নেতৃত্বে কর্নেল প্রীতি চৌধুরী। প্রজাতন্ত্র দিবেসর প্রদর্শনীতে এই প্রথমবার দেখা যায় রাফাল যুদ্ধবিমানকেও। রাজধানীর পাশাপাশি গোটা দেশ জুড়েও পালন করা হচ্ছে ৭২তম প্রজাতন্ত্র দিবস।
প্রজাতন্ত্র দিবসে সাধারণ মানুষের পাশাপাশি বলিউড (Bollywood) সেলেবরাও ট্যুইট করেন। অমিতাভ বচ্চন থেকে শুরু করে জন আব্রাহাম, কঙ্গনা রানাউত, প্রিয়াঙ্কা চোপড়া, প্রত্যেকে ট্য়ুইট করে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান।
আরও পড়ুন : যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানকার মেয়েরা ধর্ষণের হুমকিতে ভয় পায় না, গর্জে উঠলেন Nusrat
দেখুন...
T 3794 - 26th January ..
Happiness peace prosperity and .. be safe .. be protected pic.twitter.com/EWRLN0OMXJ— Amitabh Bachchan (@SrBachchan) January 25, 2021
I’ve been researching and reading a lot about women in governance across the world and how their skills have impacted communities and countries. It’s been enlightening, fascinating and so insightful to understand the importance of women in leadership.
(1/3) pic.twitter.com/2XNYIdOFja— PRIYANKA (@priyankachopra) January 26, 2021
On 72nd Republic Day here’s wishing and hoping that we all read and understand our constitution as much as we celebrate it. Will help us be more patriotic than what we actually are.
#HappyRepublicDay2021
On this Republic Day know your constitution and how you got freedom, lot of people did lot of PR and took credit also twisted our history but the deserving ones simply gave their lives they clearly couldn’t do any PR...#HappyRepublicDay2021 pic.twitter.com/zcSyu4y9fd
—
এই প্রথম প্রজাতন্ত্র দিবস ( Republic Day) পালন করা হচ্ছে এক্কেবারে অন্যরকমভাবে। করোনা মহামারীর জেরে এবার অন্যরকম প্রজাতন্ত্র দিবস পালন করছে গোটা দেশ। পাশাপাশি করোনা (Corona)নিয়মবিধি মেনে এবার দিল্লির প্যারেডের সময় তেমন কোনও অতিথিকে হাজির হতে দেখা যায়নি।