চোখে জল নিয়ে দাদা রণধীর কাপুরই জানালেন, ঋষি আর নেই

মৃত্যুকালে বয়স হয়েথিল ৬৭ বছর।

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 30, 2020, 10:24 AM IST
চোখে জল নিয়ে দাদা রণধীর কাপুরই জানালেন, ঋষি আর নেই

নিজস্ব প্রতিবেদন  : প্রয়াত ঋষি কাপুর। মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর।

বৃহস্পতিবার সকালে ঋষি কাপুরের দাদা রণধীর কাপুর সংবাদ সংস্থা পিটিআইকে  ঋষি কাপুরের মৃত্যুর খবর জানান। ঋষির মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ফের শোকের ছায়া নেমে আসে গোটা দেশ জুড়ে।

ক্যানসার ধরা পড়ার পরই নিউ ইয়র্কে চিকিতসা করাতে চলে যান ঋষি। স্ত্রী নিতু কাপুরকে নিয়ে ইয়র্কে পাড়ি দেন তিনি। চিকিতসা শেষ গত সেপ্টেম্বর মাসে দেশে ফেরেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। কিন্তু শেষ রক্ষা হল না। দেশে ফেরার পর দুবার হাসপাতালে ভর্তি হন তিনি। বুধবার রাতে গুরুত্ব অবস্থায় মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে কিন্তু শেষ রক্ষা হল না। চলে গেলেন ঋষি।

.