Rituparna Sengupta : 'নাচই আমার অস্ত্র', বলছেন ঋতুপর্ণা, দেবদাসী হয়ে ধরা দিলেন পায়েল সরকার!
পরিচালকের কথায়, 'দুটি গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।একটাতে ঋতুদি (ঋতুপর্ণা সেনগুপ্ত)কে ডান্স কোরিওগ্রাফারের ভূমিকায় অভিনয় করছেন। যেখানে ঋতুদিকে বলতে দেখা যাবে, নাচ বিনোদন নয়, নাচ হল নিজের বক্তব্য তুলে ধরার অস্ত্র। ঋতুপর্ণার বিপরীতে আকাশ বলে একটি চরিত্র থাকছে, সেই চরিত্রে কাকে নেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। আর এই গল্পে চিত্রশিল্পীর ভূমিকায় রয়েছেন বাংলাদেশের সইফ খান। দ্বিতীয় গল্পে রয়েছেন পায়েল সরকার, যাঁকে দেবদাসীর ভূমিকায় দেখা যাবে, সুব্রত দত্ত একজন অটো চালক আর পরাণ বন্দ্যোপাধ্যায় একজন নকশাল ছিলেন পরে উনি রবীন্দ্রনাথের সঙ্গে লালনকে মিশিয়ে কমিউনিজমের নতুন সংজ্ঞা খুঁজে পেয়েছেন।'
Rituparna Sengupta, Payel Sarkar, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : কালীঘাটে চলছে ঋতুপর্ণা সেনগুপ্ত, পায়েল সরকার, সুব্রত দত্তর ছবি 'লাভ ইজ অল'-এর শ্যুটিং। ছবির পরিচালনা করছেন 'বিউটিফুল লাইফ'-খ্যত পরিচালক আর ডি নাথ। পরিচালকের কথায়, 'ভালোবাসা সর্বত্র। পৃথিবীর সর্বত্র ভালোবাসা বিরাজমান। ভীষণ একটা খারাপ মানুষের মধ্যেও ভালোবাসা আছে। আমরা খারাপ জিনিস নিয়ে চর্চা করি তাই খারাপটাই দেখতে চাই। আমরা আসলে দেখার চোখটা হারিয়ে ফেলেছি। আমি আমার ছবিতে সেই ভালোবাসার কথাই তুলে ধরতে চাই। দুটি গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।'
পরিচালক আরও জানান, 'ছবিতে দুটি গল্প আছে, একটাতে ঋতুদি (ঋতুপর্ণা সেনগুপ্ত)কে ডান্স কোরিওগ্রাফারের ভূমিকায় অভিনয় করছেন। যেখানে ঋতুদিকে বলতে দেখা যাবে, নাচ বিনোদন নয়, নাচ হল নিজের বক্তব্য তুলে ধরার অস্ত্র। ঋতুপর্ণার বিপরীতে আকাশ বলে একটি চরিত্র থাকছে, সেই চরিত্রে কাকে নেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। আর এই গল্পে চিত্রশিল্পীর ভূমিকায় রয়েছেন বাংলাদেশের সইফ খান। দ্বিতীয় গল্পে রয়েছেন পায়েল সরকার, যাঁকে দেবদাসীর ভূমিকায় দেখা যাবে, সুব্রত দত্ত একজন অটো চালক আর পরাণ বন্দ্যোপাধ্যায় একজন নকশাল ছিলেন পরে উনি রবীন্দ্রনাথের সঙ্গে লালনকে মিশিয়ে কমিউনিজমের নতুন সংজ্ঞা খুঁজে পেয়েছেন।'
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
আরও পড়ুন-'টাবু মায়ের ভীষণ কাছের, আমার বাড়িতে এসে ও থেকেছে, খেয়েছে...'
এর আগে ছবি প্রসঙ্গে বলতে গিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত Zee 24 ঘণ্টাকে জানিয়েছিলেন, 'লাভ ইজ অল এমন একটা গল্প যা প্রেমকে নতুন ভাবে চেনাবে, ব্যাখ্যা করবে, দিশা দেখাবে। দুটো পৃথক গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। একটা গল্পের মধ্যে রয়েছে একদম অন্যরকম একটা প্রেমের গল্প। অপর গল্পের মধ্যে উঠে আসবে এক নর্তকীর জীবন। তাঁর জীবনের টানাপড়েন। আসলে ভালোবাসার মানেটা কী? ভালোবাসার অর্থ কী দূরত্ব, কাছে থাকা, দূরে চলে যাওয়া, নাকি বিচ্ছেদ, নাকি লাভ অ্যান্ড হেট রিলেশনশিফ? ভালোবাসা যে ঠিক কী সেটা হয়ত আমরা সারাজীবনেও বুঝে উঠতে পারি না। এটা বড় একটা রহস্য। এমনই একটা বিষয় নিয়েই ছবিটা বানাচ্ছেন পরিচালক আর ডি নাথ।'
ঋতুপর্ণা আরও জানান, 'ওঁর সঙ্গে আমি আগেও একটা ছবি করেছি। সেটার নাম ছিল বিউটিফুল লাইফ। খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে সেই ছবিটা হয়েছিল। একজন শিল্পীর জীবন উঠে এসেছিল সেই ছবিতে। খুব সংবেদনশীল হয়ে ছবিটা বানিয়েছিলেন উনি। আর আমি সবসময়ই নতুন পরিচালকদের পাশে থাকি। এবারও তাই মনে হয়েছে উনি খুব ভালো কাজ করবেন। তাই আমার এই ছবিটা করা।' ঋতুপর্ণা ছড়াও এই ছবিতে কাজ করছেন সীমা বিশ্বাস, সুব্রত দত্ত, পায়েল সরকার, পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, অনামিকা সাহা, শ্রীলা মজুমদার এবং সইফ খান, সীমা বিশ্বাস। এই ছবিতে সিনেমাটোগ্রাফির কাজ করেছেন গোপী ভগত। সংগীত পরিচালনা করবেন সুরজিৎ।