CPM-এর শ্রমজীবী ক্যান্টিনের ৫০০ দিন উদযাপন, মিছিলে হাঁটলেন BJP-র Rupa, Anindya

বিজেপির প্রতি মোহভঙ্গের পরেই কি সিপিএমে যোগদান করার কথা ভাবছেন!

Updated By: Aug 16, 2021, 08:00 PM IST
CPM-এর শ্রমজীবী ক্যান্টিনের ৫০০ দিন উদযাপন, মিছিলে হাঁটলেন BJP-র Rupa, Anindya

নিজস্ব প্রতিনিধি: টলিউডকে বিজেপি মুখী করেছিলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য(Rupa Bhattacharya)। তাঁর হাত ধরেই বিজেপিতে যোগদান করেছিলেন টলিউডের তাঁর অনেকদিনের বন্ধু কাঞ্চনা মৈত্র,পার্ণো মিত্র, রূপাঞ্জনা মিত্র, ঋষি কৌশিক, রুদ্রনীল ঘোষ সহ আরো অনেকে। এবার তাঁকেই দেখা গেল সিপিএমের মিছিলে। দেখতে দেখতে ৫০০দিন পার করে ফেলল করোনা কালে সিপিএমের তৈরি শ্রমজীবী ক্যান্টিন। সেই ক্যান্টিনের পাঁচশো দিন উপলক্ষ্যেই যাদবপুরে মিছিলে পা মেলালেন বিজেপি নেত্রী রূপা ভট্টাচার্য ও বিজেপির আরেক সদস্য অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় (Anindya Pulak Banerjee)। বিজেপির প্রতি মোহভঙ্গের পরেই কি সিপিএমে যোগদান করার কথা ভাবছেন অনিন্দ্য! এই প্রশ্নের উত্তরে তাঁর সোজা জবাব,বিজেপির প্রতি কোনও মোহই তৈরি হয়নি তাঁর। আসলে মোহ তৈরি হওয়ার জন্যও যে সময় দিতে হয়, পার্টি তাঁকে সেই সময় দেয়নি। নিজেদের স্বার্থ সরিয়ে যেভাবে সকলের পাশে এসে দাঁড়িয়েছে রেড ভলেন্টিয়াররা, তাঁদের সেই উদ্যোগেই উদ্বুদ্ধ অভিনেতা। তাঁর মতে উন্নতি সামগ্রিকভাবে হয়। তৃণমূল ও বিজেপি শুধু নিজেদের উন্নতি করতেই ব্যস্ত। 

আরও পড়ুন:Afganisthan-র পাশে বলিউড, সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা Rhea, Tisca সহ একাধিক তারকা

অন্যদিকে রূপা জানান, "যে দলের অন্যতম সাধারণ সম্পাদক বলেন যে তিনি আমাকে চেনেনই না, সেই দলে আমি থাকতে চাই না। হয়তো যে কারণে উনি বাকিদের চেনেন, আমি সে কারণ হয়ে উঠতে পারিনি। আমি মূলত অভিনেতা, রাজনীতিতে আমি শুধুমাত্র মানুষের কাছে দায়বদ্ধ, আর কারোর কাছে নয়। শ্রমজীবী ক্যান্টিনের জন্যই আজ এই মিছিলে হাঁটা। যে দল বিধানসভায় শূন্য হয়ে গেছে কিন্তু তারপরও শ্রমজীবী ক্যান্টিনের মতো একটা উদ্যোগ চালিয়ে যাচ্ছে, বলতেই হয় তাঁদের বুকের পাটা আছে। এইধরনের কাজের সঙ্গে আমি নিজেকে কানেক্ট করতে পারি। দলে থেকে মানুষের জন্য কাজ করতে পারছি না, আমি এই কাঁদুনি গাওয়ার মানুষ নই। তাই যেখানে মানুষের জন্য কাজ করতে পারব, সেখানেই যাব।"

.