Rupam Islam: সংগীতকে কেন্দ্র করে নয়, মনোবিদকে নিয়ে রূপম ইসলামের প্রথম উপন্যাস

সোমবার তাঁর নতুন উপন্যাস প্রকাশ করলেন রূপম ইসলাম

Updated By: Feb 8, 2022, 02:35 PM IST
Rupam Islam: সংগীতকে কেন্দ্র করে নয়, মনোবিদকে নিয়ে রূপম ইসলামের প্রথম উপন্যাস

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে বাংলা রক সঙ্গীতের সমার্থক রূপম ইসলাম(Rupam Islam)। তবে সঙ্গীতের পাশাপাশি সাহিত্যের প্রতিও তাঁর অগাধ মেয়ে। এক পূজাবার্ষিকীতে প্রথম উপন্যাস লিখেছিলেন রূপম ইসলাম। এবার প্রকাশিত হল তাঁর উপন্যাস ' অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?'। এই উপন্যাসের নামে রূপমের একটি বিখ্যাত গানও আছে।  উপন্যাসটি প্রকাশনার দায়িত্ব নিয়েছে দীপ প্রকাশন।

জি ২৪ ঘণ্টার তরফে রূপমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ‘তবে আমি মনে করি আমার মধ্যে একটা লেখক সত্ত্বা আছে। অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়? এই নাম রেখেছি কেন তা বই পড়লেই বোঝা যাবে।একটি চরিত্র ব্রহ্ম ঠাকুর, এই চরিত্র আমিই নির্মাণ করেছি একজন পলাতক মনোবিদ যিনি লুকিয়ে আছেন, তাঁর একটি অন্ধকার অতীত আছে,তিনি একের পর এক ঘটনায় জড়িয়ে পড়ছেন।’ 

বই নিয়ে রূপম বলেন, " এর আগে আমার সঙ্গীত বিষয়ক চারটে বই প্রকাশিত হয়েছে। একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত বিষয়ে বই লিখবে সেটাই তো স্বাভাবিক। তবে আমি মনে করি আমার মধ্যে একটা লেখক সত্ত্বা আছে। আমি একটা সুযোগের জন্য অপেক্ষা করছিলাম আমার এই সত্ত্বাকে অন্য একটা খাতে বইয়ে দেবার জন্য। আগের বছর একটি পূজাবার্ষিকীতে আমার উপন্যাস লেখার সুযোগ আসে। আমি লিখেছিলাম 'চাঁদনিতে উন্মাদ একজন'। কিন্তু উপন্যাসটা খুব একটা বড় নয়, তাই এই বইটার জন্যই আমি দ্বিতীয় উপন্যাসটা লিখলাম। এই বইটি একেবারেই সঙ্গীতকে ঘিরে নয়। আমি চাই লোকে বইটা পড়ুক। আমায় পরামর্শ দিক যাতে আমি আরও ভালো লিখতে পারি।" 

‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়’ নামে এই বইটিতে দুটি উপন্যাস আছে। প্রথম উপন্যাসের নাম ‘চাঁদনিতে উন্মাদ একজন’। দ্বিতীয় উপন্যাস নামেই এই বইটির নামকরণ হয়েছে। উপন্যাসের মূল চরিত্র ব্রহ্ম ঠাকুর একজন মনোবিদ। রহস্যময় এই চরিত্রকে ঘিরে আবর্তিত হয়েছে গল্প। এই ব্রহ্ম ঠাকুর কখনও অসাধারণ আবার কখনও সাধারণ মানুষ। আবেগপ্রবণ, ভালবাসায় চোখের জল ফেলেন। তবে যেভাবেই হোক জীবনের ছোট বা বড় চ্যালেঞ্জগুলো জিতে নেন এই বৃদ্ধ। 

আরও পড়ুন: Kacha Badam Viral Video: ফ্রান্সের রাস্তায় ভাইরাল 'কাঁচা বাদাম','এই ট্রেন্ডের এটাই সেরা ভিডিও' দাবি নেটিজেনদের

রূপম আরও জানান তাঁর প্রিয় লেখক সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং হুমায়ুন আহমেদ। তাঁর প্রিয় লেখকদের ওপর ভর করেই তিনি উপন্যাস লেখার রসদ খুঁজে পান। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর সকলের আত্মজীবনী তাঁকে উদ্বুদ্ধ করেছে নতুন কিছু করে দেখানোর জন্য। তিনি আরও উপন্যাস লিখতে চান, আগামীদিনে আরও উপন্যাস লেখার পরিকল্পনা রয়েছে রূপমের।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.