মুহূর্তে ইন্টারনেটে ঝড় তুলল ‘সোয়াগ সে সোয়াগত’-র মেকিং ভিডিও

২ দিন আগেই ইউটিউবে মুক্তি পেয়েছে ‘সোয়াগ সে সোয়াগত’ গানের মেকিংয়ের ভিডিও। ২ দিনেই ছাপিয়ে গিয়েছে দর্শক সংখ্যা।

Updated By: Nov 25, 2017, 08:39 PM IST
মুহূর্তে ইন্টারনেটে ঝড় তুলল ‘সোয়াগ সে সোয়াগত’-র মেকিং ভিডিও

নিজস্ব প্রতিবেদন: ছবির মুক্তিতে এখনও বেশ কিছুদিন বাকি। কিন্তু তার অনেকদিন আগে থেকেই বলিউড ভাইজান সলমন খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে খুবই উচ্ছ্বসিত দর্শকরা। তাই ছবির ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গেই তা মুহূর্তের মধ্যে লক্ষাধিক দর্শক দেখে ফেললেন। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’-র প্রথম গান ‘সোয়াগ সে সোয়াগত’। খুব অল্প সময়ের মধ্যেই তার ভিউয়ার সংখ্যা লক্ষ লক্ষ। ২ দিন আগেই ইউটিউবে মুক্তি পেয়েছে ‘সোয়াগ সে সোয়াগত’ গানের মেকিংয়ের ভিডিও। ২ দিনেই ছাপিয়ে গিয়েছে দর্শক সংখ্যা।

আরও পড়ুন : ইন্টারনেটে ভাইরাল বন্ধুর সঙ্গে দীপিকা পাডুকোনের ছোটবেলার ছবি

প্রসঙ্গত, কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের নির্দেশনায় জনপ্রিয় থেকে জনপ্রিয়তর পর্যায়ে যেতে বসেছে সলমন-ক্যাটরিনার ‘টাইগার জিন্দা হ্যায়’-র নতুন গান। ট্রেলার এবং গানের ভিউয়ার দেখেই আন্দাজ করা যাচ্ছে মুক্তি পেলে পরিচালক আলি আব্বাস জাফরের এই ছবি কতটা মাতাবে।

 

আরও পড়ুন : ফের মা হওয়ার কথা ভাবছেন রানি মুখার্জি? জানালেন আসল সত্যিটা

.