করিনার এই শার্টের দাম শুনলে আঁতকে উঠবেন!

সাধারণত ছিমছাম ক্যাজুয়্যাল আউটফিটেই দেখা যায় বেগমজান করিনা কাপুর খানকে। তবে করিনার পোশাক দেখতে যতই ক্যাজুয়াল হোক না কেন, দামটা কিন্তু মোটেও তেমন ক্যাজুয়াল নয়। 

Updated By: Nov 27, 2018, 04:28 PM IST
করিনার এই শার্টের দাম শুনলে আঁতকে উঠবেন!

নিজস্ব প্রতিবেদন: সাধারণত ছিমছাম ক্যাজুয়্যাল আউটফিটেই দেখা যায় বেগমজান করিনা কাপুর খানকে। তবে করিনার পোশাক দেখতে যতই ক্যাজুয়াল হোক না কেন, দামটা কিন্তু মোটেও তেমন ক্যাজুয়াল নয়। 

সম্প্রতি, একটি বলিউড পার্টিতে, ইটালিয়ান ফ্যাশান ব্রান্ড গুচির একটি হলুদ রঙের প্রিন্টেড রেশম শার্ট পরতে দেখা যায় বেবোকে। করিনার এই শার্টের দাম শুনলে আপনিও হয়ত আঁতকে উঠবেন। 


জানা গিয়েছে, করিনার পরনের এই শার্টটির দাম ১,৪০০ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে ৯০,৪২৭ টাকা। বিশ্বাস না হলে নিজেই দেখুন...


তবে অবশ্য এর আগেও করিনাকে গুচি ব্রান্ডের পোশাক পরতে দেখা গেছে। এর আগে একবার মুম্বই এয়ারপোর্টে হালকা আকাশি রঙের সমুদ্র সৈকতের ছবি আঁকা একটা টি-শার্ট ও হলুদ টি-শার্ট পরতে দেখা গিয়েছিল বেবোকে। জানা যায় যার দাম যথাক্রমে ২৫ হাজার ও ৩৫ হাজার টাকা।

হাজার হোক বেগম বলে কথা! 

আরও পড়ুন-  ম্যাগাজিনের কভারে অনন্য লুকে ধরা দিলেন জাহির-সাগরিকা

 

.