সলমনের সঙ্গে আফ্রিদি, টুইটারে উঠল ঝড়

কানাডায় বলিউড 'ভাইজান'-এর সঙ্গে দেখা করেন আফ্রিদি

Updated By: Jul 11, 2018, 02:09 PM IST
সলমনের সঙ্গে আফ্রিদি, টুইটারে উঠল ঝড়

নিজস্ব প্রতিবেদন : সলমন খানের সঙ্গে দেখা করলেন শাহিদ আফ্রিদি। একসঙ্গে ছবি তুলে তা শেয়ারও করলেন সোশ্যাল সাইটে। আর তারপর থেকেই শুরু হয় জোর সমালোচনা।

আরও পড়ুন : টাইগার-দিশার দাবি শুনলে হা হয়ে যাবেন

ঘটনাটা খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি কানাডায় সলমন খান এবং তাঁর ‘বিয়িং সলমন’ টিমের সঙ্গে দেখা করেন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ‘দা-বাং’ সফরের জন্য সলমন কানাডায় থাকাকালীনই সলমনের সঙ্গে দেখা করেন আফ্রিদি। সলমন এবং আফ্রিদির সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল সাইটে যেন ঝড় উঠতে শুরু করে।

আরও পড়ুন : রিয়া চক্রবর্তীকেই পছন্দ সলমনের?

কেউ সলমন খানকে ‘টাইগার’, আফ্রিদিকে ‘লায়ন’ বলে তুলনা করেন। আবার কেউ দুই দেশের দুই সেলিব্রিটিকে ‘টু খানস’ বলেও উল্লেখ করেন। সবকিছু মিলিয়ে সলমন খানের সঙ্গে শাহিদ আফ্রিদি দেখা করার পর থেকেই বলিউড ‘ভাইজান’-এর পাকিস্তানি ভক্তরা বেশ উচ্ছ্বসিত। দেখুন সেই টুইট...

 

এদিকে ‘দা-বাং’ সফর শেষ করেই সলমন ‘ভরত’-এর শুটিং শুরু করবেন বলে জানা যাচ্ছে। সলমনের ওই সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া এবং দিশা পাটানিকেও দেখা যাবে। পাশাপাশি বলিউড ‘ভাইজান’-এর ওই সিনেমায় নবাগত রিয়া চক্রবর্তীকেও দেখা যাবে বলে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে সলমনের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

.