close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

'ভারত' গান প্রকাশ অনুষ্ঠানে গিয়ে ক্যাটরিনার শাড়ি ঠিক করতে ব্যস্ত হলেন সলমন

 যা দেখে অনেকেই অবাক হন। 

Updated: May 17, 2019, 08:03 PM IST
'ভারত' গান প্রকাশ অনুষ্ঠানে গিয়ে ক্যাটরিনার শাড়ি ঠিক করতে ব্যস্ত হলেন সলমন

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার 'ভারত' এর নতুন গান প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সলমন খান। সেখানে সল্লুর সঙ্গে হাজির ছিলেন ক্যাটরিনা কাইফও। তবে গান প্রকাশ অনুষ্ঠানে গিয়ে ক্যাটরিনার শাড়ির কুচির ভাঁজ ওলট-পালট হয়ে গিয়েছিল। তা চোখে পড়ায় অনুষ্ঠানের ফাঁকেই তা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েন সলমন। যা দেখে অনেকেই অবাক হন। নিমেষে ক্যামেরাবন্দি হয় এই দৃশ্য।

আরও পড়ুন-শুভশ্রীর সঙ্গে শরীরচর্চায় ব্যস্ত রাজ, পোস্ট করলেন বিশেষ ছবি...

একসময় সলমন ক্যাটরিনার প্রেমের কথা বেশ চর্চিত ছিল। তবে তাঁদের সম্পর্ক ভাঙার খবরও একসময় পেজ থ্রির শিরোনামে উঠে আসে। মাঝে অবশ্য রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেমের কথা প্রায় সকলেরই জানা। ক্যাটরিনার সঙ্গে প্রেম করার জন্য রণবীরের সঙ্গেও সম্পর্ক তিক্ত হয় সলমনের। পরে রণবীরের সঙ্গেও ক্যাটের ব্রেকআপের পর আজকাল প্রায় সবসময়ই ফের সল্লু ও তাঁর পরিবারের কাছকাছিই দেখা যায় অভিনেত্রীকে। তবে সলমন-ক্যাটরিনা নতুন করে কাছাকাছি এসেছেন কিনা তা অবশ্য প্রকাশ্যে কেউই কখনও বলেন নি।

প্রসঙ্গত, শুক্রবার মুক্তি পায় 'ভারত' ছবির 'জিন্দা' গানটি। যা ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মন কেড়েছে।

আরও পড়ুন-'মাদার অফ ড্রাগন' খালিসির নামে মেয়ের নাম রেখে আফসোস করছেন বহু বাবা-মা