Salman Khan: মনমোহন নেই! বিমর্ষ ভাইজানের বড় পদক্ষেপ...
Manmohan Singh Demise: সলমান খানের বহু প্রত্যাশিত ছবি 'সিকন্দর'এর টিজার মুক্তির কথা ছিল ২৭ ডিসেম্বর। যা মূলত ভাইজানের ৫৯ তম জন্মদিন উপলক্ষে ২৭ ডিসেম্বর শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে সলমান নিলেন বড় সিদ্ধান্ত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরশেষে বিষাদের সুর। ২৬ ডিসেম্বর দিল্লির এইমসে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হল না! মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। মনমোহন সিংয়ের প্রয়াণে শোকাহত দেশ থেকে গোটা দুনিয়া। শোকের ছায়া বলিউডেও। সলমান খানের বহু প্রত্যাশিত ছবি 'সিকন্দর'এর টিজার মুক্তির কথা ছিল ২৭ ডিসেম্বর। যা মূলত ভাইজানের ৫৯ তম জন্মদিন উপলক্ষে ২৭ ডিসেম্বর শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল।
কিন্তু দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে সলমান নিলেন বড় সিদ্ধান্ত। টিজার মুক্তির তারিখ পিছিয়ে দিলেন অভিনেতা। 'সিকন্দর'এর নির্মাতারা অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছেন, 'আমাদের সম্মানিত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজির মৃত্যু হয়েছে। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সিকন্দর টিজারের মুক্তি স্থগিত রেখেছি। এটি ২৮ ডিসেম্বর বেলা ১১.০৭-এ মুক্তি পাবে।'
শুক্রবার, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াণে এবং তাঁকে সম্মান জানাতে কেন্দ্রীয় সরকার সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
আরও পড়ুন:Manmohan Singh Demise: 'শ্রেষ্ঠ চ্যাম্পিয়ন'! মনমোহন প্রয়াণে গোটা বিশ্বে শোকের ছায়া...
প্রসঙ্গত, ‘দাবাং’, ‘ভাইজান’, টাইগারের পর এবার একেবারে নতুন অবতারে পর্দা কাঁপাতে আসছেন ভাইজান। এ আর মুরুগাদোস পরিচালিত, অ্যাকশন থ্রিলার ছবিটি সাজিদ নাদিয়াওয়ালার পরিচালনা। চলতি বছরের নভেম্বরে সলমান খান এবং রশ্মিকা মন্দানার হায়দরাবাদে শ্যুটিংয়ের ভিডিয়োগুলি ভাইরাল হয়।
উল্লেখ্য়, শুক্রবার সলমান খান নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম পোস্টার লুক শেয়ার করেন। সেখানে ভাইজানকে কালো ফর্মাল স্যুটে হাতে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পোস্টটিতে লেখা, 'কাল সকাল ১১:০৭-এই মুক্তি পাবে ছবির টিজার!' ছবিটি মুক্তি পাবে ২০২৫-এর ঈদে। লরেন্স বিষ্ণোইয়ের থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পান সলমান। তবুও একটুও ভয় না পেয়ে শুটিং চালিয়ে গিয়েছেন অভিনেতা। ছবিতে সত্যরাজকে দেখা যাবে ভিলেনের চরিত্রে। সেই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন সুনীল শেট্টি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)