৫৫য় পা, পানভেলের বাগানবাড়িতে পরিবারের সঙ্গে একান্তে জন্মদিন পালন Salman-র

পানভেলের বাগানবাড়িতে নিজের জন্মদিন সেলিব্রেট করেন সলমন। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Dec 27, 2020, 01:59 PM IST
৫৫য় পা, পানভেলের বাগানবাড়িতে পরিবারের সঙ্গে একান্তে জন্মদিন পালন Salman-র

নিজস্ব প্রতিবেদন : ২৭ ডিসেম্বর, রবিবার ৫৫ বছরে পা দিলেন বলিউডের 'ভাইজান'। শনিবার রাতেই পানভেলের বাগানবাড়িতে নিজের জন্মদিন সেলিব্রেট করেন সলমন (Salman Khan)। সেসময় যেখানে ছিলেন অভিনেতার পরিবারের সদস্য ও পাপারাৎজিরা।

ইতিমধ্যেই সল্লুর বিভিন্ন ফ্যান পেজে তাঁর জন্মদিন উদযাপনের ছবি ও ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে। তবে এবার আর ঘটা করে নয়, একেবারেই আড়ম্বরহীনভাবে, ক্যামেরার ফ্ল্যাশ থেকে অনেকটা দূরে থেকেই জন্মদিন সেলিব্রেট করছেন সল্লু  (Salman Khan)। 

আরও পড়ুন-''তোমার কোনও অনুরোধ রাখা হবে না'', Rahul Vaidya-কে তীব্র ভৎসনা Salman Khan-র

প্রসঙ্গত, এই মুহূর্তে বিগ বস ১৪ (Bigg Boss 14)-এর সঞ্চলনার কাজ করছেন সলমন খান  (Salman Khan)। খুব শীঘ্রই তাঁকে 'রাধে: দ্যা মোস্ট ওয়ানটেড ভাই' ছবিতে দেখা যাবে। এই ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুদ-র মত তারকাদের। 'ভাইজান'কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অসংখ্য অনুরাগী এবং বলিউডের সহ অভিনেতা, অভিনেত্রীরা।

আরও পড়ুন-গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী Nirmala Mishra, ভর্তি সার্দান অ্যাভিনিউ-এর নার্সিংহোমে

.