হিরোদের টানেই দর্শক আসে হলে, তাই হিরোরাই টাকা বেশি পাবে: সলমন
বলিউডে অভিনেতা ও অভিনেত্রীর পারিশ্রমিকের অঙ্কের পার্থক্য নিয়ে বহুবারই আপত্তি জানিয়েছেন অভিনেত্রীরা। বলিউডের প্রথম সারির অভিনেতাদের পারিশ্রমিক যেখানে ২০ থেকে ২৫ কোটির মধ্যে ঘোরাফেরা করে, সেখানে বলিউডের এই মুহূর্তে এক নম্বর অভিনেত্রীর পারিশ্রমিক ১০ কোটির আশেপাশে। তবে এই তুলনা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে বিতর্কে জড়ালেন সলমন।
ওয়েব ডেস্ক: বলিউডে অভিনেতা ও অভিনেত্রীর পারিশ্রমিকের অঙ্কের পার্থক্য নিয়ে বহুবারই আপত্তি জানিয়েছেন অভিনেত্রীরা। বলিউডের প্রথম সারির অভিনেতাদের পারিশ্রমিক যেখানে ২০ থেকে ২৫ কোটির মধ্যে ঘোরাফেরা করে, সেখানে বলিউডের এই মুহূর্তে এক নম্বর অভিনেত্রীর পারিশ্রমিক ১০ কোটির আশেপাশে। তবে এই তুলনা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে বিতর্কে জড়ালেন সলমন।
সলমন বলেন, "প্রশ্নটা হচ্ছে, দর্শকদের হলে টানছে কে? কোনও অভিনেতা যেই পরিমান দর্শক হলে টানতে পারেন, প্রযোজকদের টাকা ফেরত দিতে পারেন, কোনও অভিনেত্রী যদি তা করতে পারেন তবে তারও একই পরিমান পারিশ্রমিক পাওয়া উচিত্। কিন্তু ভারতীয় দর্শকদের হলে টানেন অভিনেতারাই।"
তবে সলমনের মতে এমন অনেক অভিনেতা আছেন যারা অভিনেত্রীর থেকে কম পারিশ্রমিক পান। যেটা নির্ভর করে বক্সঅফিসে সাফল্যের ওপর। সলমন বলেন, "এমন অনেক অভিনেতা রয়েছেন যাদের পারিশ্রমিক ১ থেকে ৩ কোটি টাকা, আবার এমন অনকে অভিনেত্রী রয়েছেন যাদের পারিশ্রমিক ৫ থেকে ৭ কোটি টাকা। সেটা নিয়ে তো কেউ কিছু বলে না? তাই এই পুরো বিতর্কটাই অপ্রাসঙ্গিক। যে যত ব্যবসা আনতে পারবে, সে সেই অনুযায়ী টাকা পাবে।"