আজ শালিয়া ঢুকবেন বিগ বস হাউসে

শাহিদ কাপুর - আলিয়া ভাটের শানদার রিলিজ করবে ২২ অক্টোবর। এবারের উত্‍সবের মধ্যে শানদার আনন্দ করতে অবশ্যই দেখুন ডিরেক্টর বিকাশ ব্যাহেলের শানদার।

Updated By: Oct 17, 2015, 06:13 PM IST
আজ শালিয়া ঢুকবেন বিগ বস হাউসে

ওয়েব ডেস্ক: শাহিদ কাপুর - আলিয়া ভাটের শানদার রিলিজ করবে ২২ অক্টোবর। এবারের উত্‍সবের মধ্যে শানদার আনন্দ করতে অবশ্যই দেখুন ডিরেক্টর বিকাশ ব্যাহেলের শানদার।
গত বছর শাদিহের হায়দর ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিল অনকেগুলো। তিনি শাহিদ কাপুর জিতেছিলেন সেরা অভিনেতার পুরস্কার। কিন্তু মাঝের কয়েকদিনে বদলে গিয়েছে শাহিদের জীবন।
এখন তিন আর সিঙ্গল নন। বরং, একেবারে বিবাহিত পুরুষ।
আর বিয়ের পর শানদার মেজাজে সুন্দরী আলিয়া ভাটের সঙ্গে দেখা যেতে চলেছে তাঁকে। আজ ১৭ অক্টোবর শাহিদ কাপুর এবং আলিয়া ভাট তাঁদের আপকামিং ফিল্মের প্রোমোশনের জন্য আসবেন বিগ বসে। সেখানে এক ফ্রেমে দেখা যাবে সলমান খান, শাহিদ এবং আলিয়াকে। তাই একদম মিস করবেন না, শানদার মজা পাওয়া। এই ফিল্মে একসঙ্গে অভিনয় করার জন্য ইতিমধ্যে এই জুটিকে ডাকা হচ্ছে শালিয়া বলে। শাহিদের শা এবং আলিয়ার লিয়া থেকে এই নাম। অবশ্যই রাত নটায় দেখুন বিগ বস হাউসে ঢুকে সলমান খানের সঙ্গে শালিয়া কতটা শানদার সময় কাটান।

.