''গান গাওয়ার ক্ষমতা হারিয়েছেন'', নেটিজেনের আক্রমণের মুখে Shaan

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মুখ খুলে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে শান

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Feb 28, 2021, 05:53 PM IST
''গান গাওয়ার ক্ষমতা হারিয়েছেন'', নেটিজেনের আক্রমণের মুখে Shaan

নিজস্ব প্রতিবেদন : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন গায়ক শান। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়তে হল গায়ককে। শানকে আক্রমণ করে এক ব্যক্তি লেখেন, তিনি নাকি গান করার ক্ষমতাই হারিয়ে ফেলেছেন। এমন কথায় কিছুটা মেজাজ হারিয়ে ফেলেন গায়ক, পাল্টা জবাব দিতে ছাড়েননি তিনি।

 শানকে আক্রমণ করে JOYM নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ''গান গাওয়ার ক্ষমতাই হারিয়ে ফেলেছেন, গানের দিকেই মনোনিবেশ করুন। যা বোঝেন না তা নিয়ে কথা বলতে যাবেন না।'' পাল্টা উত্তরে শান লেখেন, ''আমি প্রশ্ন করছি আপনি সঙ্গীত সম্পর্কে কী বোঝেন? যে আমার আমার গাওয়ার দক্ষতা হারিয়ে ফেলা নিয়ে কথা বলছেন?!''

আরও পড়ুন-'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র ভূমিকায় Alia, কে ছিলেন এই 'মাফিয়া কুইন'?

বরাবরই ঠাণ্ডা মাথার, হাসিখুশি স্বভাবের বলেই পরিচিত শান। তবে এভাবে আক্রমণ করায় তিনি চুপ থাকতে পারেননি। প্রসঙ্গত, কিছুদিন ধরেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বেশকিছু নেটিজেনের লেখা রিটুইট করেছিলেন শান। প্রশ্ন তুলেছিলেন, কেন সরকার পেট্রোপণ্যে GST বসাচ্ছে না? কেন রাজ্য ও কেন্দ্র পেট্রোপণ্যের উপর বেশি কর চাপাচ্ছে? কোন যৌক্তিক উত্তর আছে ?? দয়া করে আমাকে কাউকে বুঝতে সহায়তা করুন।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মুখ খোলার পরই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়তে হল বলিউডের জনপ্রিয় গায়ককে। 

আরও পড়ুন-TMC, BJP-র মতো বাম ব্রিগেডেও তারকারা

.