close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

নিরাপত্তারক্ষীর কাঁধে উঠে 'দহি হান্ডি' পালন, সমালোচনার মুখে শাহরুখ

 নিজের বাড়িতে জন্মষ্টমী সেলিব্রেট করলেন বলিউড বাদশা শাহরুখ খানও। 

Updated: Aug 24, 2019, 06:37 PM IST
নিরাপত্তারক্ষীর কাঁধে উঠে 'দহি হান্ডি' পালন, সমালোচনার মুখে শাহরুখ

নিজস্ব প্রতিবেদন: ২৩ অগস্ট, শুক্রবার ছিল জন্মাষ্টমী। এইদিন সারা দেশ জুড়ে পালিত হয়েছে কৃষ্ণের জন্মোৎসব। এমনকি জন্মষ্টমী পালন করেছেন টলি ও বলি সব তারকারাও।  তারকারাও যোগ দিয়েছিলেন এই উৎসবে। প্রত্যেকবারের মতো নিজের বাড়িতে জন্মষ্টমী সেলিব্রেট করলেন বলিউড বাদশা শাহরুখ খানও। 

জন্মাষ্টমী উপলক্ষে রীতি মেনে কিং খান শাহরুখের মন্নতে হন 'দহি হান্ডি' উৎসব। নিরাপত্তারক্ষীর কাঁধে উঠে শাহরুখ নিজেই নারকেল দিয়ে 'দহি হান্ডি' ফাটিয়ে উৎসব উদযাপন করেন। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে কিং খানের এই ভিডিয়ো।

আরও পড়ুন-মন ভালো নেই, গভীর দুঃখের কথা নিজেই জানালেন রাখি সাওয়ান্ত, কী এমন ঘটেছে?

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

গত বছরও ছোট ছেলে আব্রামকে নিয়ে জন্মাষ্টমী পালন করেছিলেন বাদশা। সেবছর অবশ্য দহি হান্ডি ফাটিয়েছিল ছোট্ট আব্রাম। তবে এবার শাহরুখের 'দহি হান্ডি' ফাটানো নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা। কেউ প্রশ্ন তুলেছেন 'হান্ডি' ফাটানোর জন্য দেহরক্ষীর কাঁধে কেন উঠেছেন শাহরুখ? কারোর বক্তব্য, দেহরক্ষীর কাঁধে না উঠে শাহরুখের উচিত নিজে পরিশ্রম করা। তবে 'হান্ডি' ফাটানোর পর কিং খানকে দেহরক্ষীর মাথা পরিষ্কারও করতে দেখা যায়। বাদশার এই আচরণের জন্য কেউ কেউ আবার তাঁর প্রশংসাও করেছেন। 

আরও পড়ুন-বকেয়া টাকা নিয়ে সমস্যা, ফের বন্ধ একাধিক বাংলা ধারাবাহিকের শ্যুটিং

প্রসঙ্গত, শুধু জন্মাষ্টমীই নয়স শাহরুখের বাড়িতে ইদ থেকে গণেশ পুজো সব উৎসবই সাড়ম্বরে পালিত হয়। 

আরও পড়ুন-বই ধরতেই জানেন না, অথচ গিয়েছেন বইপ্রকাশ অনুষ্ঠানে, সমালোচনার মুখে জাহ্নবী