আমাকে ভাঙিয়ে খাবে না আরিয়ান-সুহানা, ছেলেমেয়েদের নিয়ে বললেন শাহরুখ

 ''হাম একবার জিতে হ্যায়, একবার মরতে হ্যায়, শাদি ভি একবার হোতি হ্যায়, আর প্যায়ার ভি এক বার হি হোতা হ্যায়।''

Updated By: Aug 11, 2019, 08:31 PM IST
আমাকে ভাঙিয়ে খাবে না আরিয়ান-সুহানা, ছেলেমেয়েদের নিয়ে বললেন শাহরুখ

নিজস্ব প্রতিবেদন: 'বলিউড বাদশা' বলেই এখন তাঁকে সকলে চেনে। তবে এক্কেবারেই সাধারণ এক ছেলে থেকে তাঁর 'বলিউড বাদশা'র হয়ে ওঠার যাত্রা পথ মোটেও মসৃণ ছিল না। টিভি ধারাবাহিক থেকে পথ চলা শুরু, তারপর ধীরে ধীরে হিন্দি সিনেমার চিরাচরিত 'রোম্যান্টিক হিরো'র প্রতীক হয়ে ওঠেন শাহরুখ। সিনেমার হাত ধরে তিনিই সব মেয়েদের বিশ্বাস করতে শেখান, ''হাম একবার জিতে হ্যায়, একবার মরতে হ্যায়, শাদি ভি একবার হোতি হ্যায়, আর প্যায়ার ভি এক বার হি হোতা হ্যায়।''

২৭ বছরের গৌরবময় বলিউড কেরিয়ার শাহরুখের। এখন প্রশ্ন তাঁর তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামও কি তাঁরই ছেড়ে আসা জুতোয় পা গলাতে চলেছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, '' আমি আমার চিন্তা ভাবনা ওদের (আরিয়ান, সুহানা) উপর চাপিয়ে দিতে চাই না। আমি যেটা কষ্ট করে অর্জন করেছি, ভারতীয় সিনেমাকে যা কিছু দিয়েছি ওরা (আরিয়ান, সুহানা) ওটাই কেন অনুসরণ করবে? ওরা নতুন কিছু শিখুক, নতুন কিছু করুক।  ''

আরও পড়ুন-ভিডিয়ো: পাকিস্তানি মহিলার আক্রমণে মার্জিত জবাব প্রিয়াঙ্কার

শাহরুখ আরও বলেন, '' আমি একজন অভিনেতা হিসাবে সবসময়ই চাইব, আমার ছেলেমেয়ারা নতুন কিছু করুন। আমি কখনওই চাইব না, ওদের বাবা যেটা করেছে সেটা ভাঙিয়ে ওরা বেঁচে থাকুক। ''

আরও পড়ুন-শুভশ্রীই কি 'গর্ভধারিণী'?

বড় ছেলে আরিয়ানকে নিয়ে কথা বলতে গিয়ে শাহরুখ বলেন, ''আরিয়ান সিনেমা বানাতে চায়। ওর আমার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। আমি ওকে বলেছি আমার সিনেমাটোগ্রাফার বন্ধু রবি বর্মনে কাছে গিয়ে ক্যামেরা শিখতে। ও এখন সেটাই করছে। '' সুহানার কথা বলতে গিয়ে শাহরুখ বলেন, ''সুহানা অভিনয় করতে চায়। এডিনবার্গে যে ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল চলছে, ও এখন সেখানেই রয়েছে। ও থিয়েটার করছে। টিস্ক স্কুল অফ আর্টস ভর্তি হতে চাইছে ও অভিনয় শিখতে চাইছে। ''

আরও পড়ুন-ভিডিয়ো: গান্ধীর পছন্দের 'বৈষ্ণব জন তো'র বাংলা অনুবাদে গাইলেন শ্রেয়া

কিছুটা মজা করেই শাহরুখ বলেন, আমি ভীষণই খারাপ একজন মানুষ, তাই আমি চাই না আমার কোনও প্রভাব আমার ছেলেমেয়েদের উপর পড়ুক। তবে শুধু আব্রামকে আমি আমার মতোই পাগল বানাতে চাই। আমি আব্রামকে শেখাতে চাই কীভাবে 'কিং' হয়ে উঠতে হয়।

আরও পড়ুন-বাহারিনের রাজকুমারই ছিলেন জ্যাকলিনের প্রথম প্রেমিক, জন্মদিনে জেনে নিন অজানা তথ্য

.