'হট অ্যালার্ট', এত হট শাহিদ কাপুরকে আগে কখনও লাগেনি!

ওয়েব ডেস্ক: এমনিতেই সারা দেশে এমন মারাত্মক গরম পড়েছে। তার মধ্যে পরিবেশ আরও গরম করতে আসছেন শাহিদ কাপুর। ভাবছেন কীভাবে? পরবর্তী ছবি 'উড়তা পঞ্জাবে' তাঁর লুক এখনও পর্যন্ত সবচেয়ে হট। তাঁকে দেখে চেনার উপায় নেই যে এই শাহিদ কাপুরই 'যব উই মেটের' শাহিদ কাপুর।

লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করা শাহিদের বরাবরের শখ। 'হায়দরে' আমরা তাঁকে ভিন্নরকমের চরিত্রে এবং ভিন্ন লুকে দেখেছি। আবার ঠিক এর উল্টো চরিত্র এবং লুকসে দেখেছি 'যব উই মেটে'। চকোলেট বয়ের চরিত্র ভেঙে তিনি বেড়িয়ে এসে নানারকমের চরিত্রে অভিনয় করছেন। তবে 'উড়তা পঞ্জাবে' তাঁর লুকস সবাইকে ছাড়িয়ে গিয়েছে। তাঁকে কোনও হলিউডি অভিনেতার থেকে কম কিছু লাগছে না। এতটাই হট অ্যান্ড হ্যান্ডসাম লাগছে তাঁকে।

 

English Title: 
SHAHID KAPOOR IS LOOKING TOO HOT
News Source: 
Home Title: 

'হট অ্যালার্ট', এত হট শাহিদ কাপুরকে আগে কখনও লাগেনি!

'হট অ্যালার্ট', এত হট শাহিদ কাপুরকে আগে কখনও লাগেনি!
Yes
Is Blog?: 
No