‘বিগ বস’ সঞ্চালনার প্রস্তাব দেওয়া হল শাহরুখ খানকে! জানেন তিনি কি বললেন?

Updated By: Oct 6, 2017, 11:41 AM IST
‘বিগ বস’ সঞ্চালনার প্রস্তাব দেওয়া হল শাহরুখ খানকে! জানেন তিনি কি বললেন?

ওয়েব ডেস্ক: টেলিভিশন চ্যানেলে অনেক অনুষ্ঠানই সঞ্চালনা করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ থেকে ‘কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়’-র মতো জনপ্রিয় অনুষ্ঠানে সঞ্চালনা করে দর্শকদের থেকে প্রশংশাও পেয়েছেন। তাঁকে প্রশ্ন করা হয় যে, তিনি কি জনপ্রিয় বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করতে চান? শাহরুখ সঙ্গে সঙ্গে তাঁর মতামত জানিয়ে দেন।

কেবিসি সিজন ৯-এর প্রথম কোটিপতি প্রতিযোগী অনামিকা মজুমদার কে চিনে নিন

হ্যাঁ, এক কথায় ‘বিগ বস’ সঞ্চালনা করতে রাজী হয়ে যান বলিউড সুপারস্টার শাহরুখ খান। তবে, বিতর্কিত এই শো সঞ্চালনা করার জন্য তাঁর কিছু শর্ত রয়েছে। সাফ জানিয়ে দেন, চ্যানেল এবং অনুষ্ঠান কর্তৃপক্ষ যদি তাঁর সেই সমস্ত শর্তে রাজী হয়ে যান, তাহলে তাঁর ‘বিগ বস’ সঞ্চালনা করতে কোনও আপত্তি নেই। জানেন সেই শর্তগুলি কী কী?

সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে শাহরুখ খান বলেন, ‘কোন অনুষ্ঠানে সঞ্চালনা করছি, সেটা আমার কাছে সঞ্চালক হিসেবে কোনও প্রশ্নই নয়। যদিও আমাকে ওই (বিগ বস) অনুষ্ঠানে সঞ্চালনার জন্য প্রস্তাব দেওয়া হয়নি। কিন্তু, যদি প্রস্তাব দেওয়া হয়, যদি আমি ফ্রি থাকি, যদি ভালো পরিমান টাকা দেওয়া হয়, তাহলে অবশ্যই করব। কোনও সঞ্চালক কত টাকা পারিশ্রমিক চেয়েছেন, সেই হিসেবে আমি পারিশ্রমিক চাই না।’

মাঝরাতেই প্রকাশ্যে এলেন আলাউদ্দিন খিলজি

.