Lata Mangeshkar Passes Away: 'ক্রিকেটের ভক্ত ছিলেন, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ছিল তাঁর শখ', লতা মঙ্গেশকরের স্মৃতিচারণায় শর্মিলা ঠাকুর

লতা মঙ্গেশকরের বাংলা উচ্চারণ মুগ্ধ করেছিল শর্মিলা ঠাকুরকে

Updated By: Feb 7, 2022, 12:00 AM IST
Lata Mangeshkar Passes Away: 'ক্রিকেটের ভক্ত ছিলেন, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ছিল তাঁর শখ', লতা মঙ্গেশকরের স্মৃতিচারণায় শর্মিলা ঠাকুর

দেবপ্রিয় দত্ত মজুমদার: 'একটা যুগ শেষ হয়ে গেল। ১৯৪৮ সালে তিনি গেয়েছিলেন 'মহল' ছবিতে। আমার বয়স তখন চার। তখন থেকে ছবিতে গান গেয়েছেন। আমার ছবিতে তো গেয়েছেন, এমনকী সোহার ছবিতেও গান গেয়েছেন তিনি। হিন্দি ছাড়াও অন্যান্য ভাষায় এমনকি বাংলাতেও অনেক ভালো ভালো গান গেয়েছেন। সেইসব গানে ওঁর বাংলা উচ্চারণ কী ভালো! নেহেরুজী ওঁকে ভারতের নাইটিঙ্গেল বলেছিলেন, সত্যিই ওঁর গলা আর ওঁর গান আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে।' রবিবার লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণে শোকাহত শর্মিলা ঠাকুর(Sharmila Tagore)।  

লতা মঙ্গেশকরের গানের পাশাপাশি ব্যক্তিগত জীবনে লতাকে কাছে থেকে দেখেছেন শর্মিলা ঠাকুর। এদিন লতার স্মৃতিচারণায় তিনি বলেন, 'খুব ক্রিকেটের ভক্ত ছিলেন। ভালো ফটোগ্রাফার ছিলেন। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ছিল ওঁর শখ। ওঁর পরিবার সেউ সমস্ত ছবির প্রদর্শনী করতে পারেন। ওঁর রেকর্ডিংয়ে গেছি বহুবার। শক্তি সামন্ত প্রথমবার নিয়ে গিয়েছিলেন। রিহার্সালের পরে এক টেকেই গান গেয়ে দিলেন। এতো ডেডিকেটেড, হার্ড ওয়ার্কিং ছিলেন। অনেকেই তাঁর উর্দু উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেইসময় যারা গীতিকার ছিলেন তখন বেশির ভাগই উর্দু ব্যবহার করতেন। শামশেদ বেগম, নুর জাহানের পরে এসেছিলেন তিনি,তাই তাঁর উর্দু নিয়ে চর্চা হত। এরপর তিনি উর্দুর ক্লাস করতেন এবং নিজের উর্দু পুরো বদলে ফেললেন। 
লতাজীর কন্ঠ খুবই ন্যাচারাল, কয়েক প্রজন্মের জন্য গান গেয়েছেন তিনি। আমাদের সময়ে ছবিতে গান একটা বড় ফ্যাক্টর ছিল। অনেকে গানের জন্যই সিনেমা দেখতে যেত। তিনি সারাজীবন থাঁর কন্ঠ ও গানের জন্য অমর থাকবেন।'

আরও পড়ুন: Lata Mangeshkar Passes Away LIVE: নিভল সুরপ্রদীপের শিখা, লতা প্রয়াণে শোকস্তব্ধ দেশ

আরও পড়ুন: Lata Mangeshkar Passes Away: বাংলা গানে লতা পল্লবিত হলেন হেমন্ত-ঋতুতেই!

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইনদোরের এক সংগীত পরিবারে জন্ম হয় লতা মঙ্গেশকর। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন মারাঠি সংগীত জগতের সুবিখ্যাত ধ্রুপদী গায়ক। বাবার থেকেই প্রথম তালিম নেওয়া। মাত্র ১৩ বছর বয়সে একটি সিনেমার জন্য প্রথমবার গান রেকর্ড করলেও, তা পরবর্তী সময়ে ছবি থেকে বাদ পড়ে। ১৯৪৫ সালে মুম্বইয়ে পাড়ি দেন তিনি। ১৩-১৪ বছর বয়সেই প্রথম বার সিনেমায় গান গাওয়া। মরাঠি ছবিতে। মুম্বই যাওয়ার পর ১৯৪৮ সালে প্রথম হিন্দি ছবি ‘মজবুর’-এ গান। পরবর্তীতে আয়েগা আনেওয়ালা, প্যার কিয়া তো ডরনা কেয়া, আল্লা তেরো নাম, কঁহি দীপ জ্বলে – ছয় ও সাতের দশকে এসব গান জনপ্রিয়তার যে শিখর ছুঁয়েছিল, তা আজও অম্লান। লতার মৃত্য়ুতে তো একটি নয়, ভারতীয় সংস্কৃতিজগতের একাধিক যুগের অবসান ঘটল। ভারতীয় লঘুসঙ্গীতের জগতে বোধ হয় ভেঙে পড়ল গোটা গানের ঘরটিই।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.