Singer Malika Rajput Death: নিজের বাড়িতেই রহস্যমৃত্যু জনপ্রিয় গায়িকার, চাঞ্চল্য...

মঙ্গলবার কোতোয়ালি নগরের সীতাকুণ্ড এলাকার ওই বাড়িতে ভেতরের ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সঙ্গীতশিল্পী ও অভিনেত্রীর মৃতদেহ। এই ঘটনায় কার্যত হতবাক গায়িকার পরিবারের মানুষেরা।

Updated By: Feb 13, 2024, 04:47 PM IST
Singer Malika Rajput Death: নিজের বাড়িতেই রহস্যমৃত্যু জনপ্রিয় গায়িকার, চাঞ্চল্য...
মল্লিকা রাজপুত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আত্মহত্যা করেছেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী মল্লিকা রাজপুত। সূত্রের খবর, শিল্পীর মৃতদেহ তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। উত্তর প্রদেশ রাজ্যের সুলতানপুরে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। রিপোর্ট অনুসারে, মঙ্গলবার সকালে আত্মহত্যা করেছেন মল্লিকা রাজপুত ওরফে বিজয় লক্ষ্মী। 

আরও পড়ুন, Group Theatre Controversy: বিপন্ন গ্রুপ থিয়েটার? 'কেন্দ্রের গুণকীর্তন' না করলে বন্ধ কেন্দ্রীয় অনুদান!

গত মঙ্গলবার কোতোয়ালি নগরের সীতাকুণ্ড এলাকার ওই বাড়িতে ভেতরের ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সঙ্গীতশিল্পী ও অভিনেত্রীর মৃতদেহ। এই ঘটনায় কার্যত হতবাক গায়িকার পরিবারের মানুষেরা। আশপাশের বাড়ির লোকজনও ঘটনাস্থলে ভিড় জমান। মল্লিকার মাকে সান্ত্বনা দিতেও দেখা যায় তাঁদের। এদিকে, স্থানীয় পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের পঞ্চায়েত নামা পূরণ করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মল্লিকার মা সুমিত্রা সিং জানিয়েছেন, ঘটনাটি যখন ঘটেছিল, তখন তাঁরা কিছুই জানতেন না। 'ভেতর থেকে দরজা বন্ধ ছিল। আর আলো জ্বলছিল। আমরা তিন বার দরজায় ধাক্কা দিয়েও খুলতে পারিনি। অবশেষে জানালা দিয়ে তাকিয়ে দেখি, মেয়েটা দাঁড়িয়ে আছে। সেটা দেখেই দরজায় কড়া নাড়তে থাকি, কিছুক্ষণ পরে দেখি মেয়েটা আমার ঝুলছে। পরে স্বামী ও অন্যদের ফোন করে ডাকি, কারণ তারা কেউ বাড়িতে ছিল না।'

এই গোটা ঘটনায় পুলিস অফিসার শ্রীরাম পাণ্ডে জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বিষয়টি স্পষ্ট হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, বিখ্যাত গায়িকা মল্লিকা রাজপুত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গেও কাজ করেছেন। শুধু তাই নয়, অনেক ওয়েব সিরিজ, সিরিয়াল এবং অ্যালবামেও কাজ করেছেন। তবে ইন্দোরের আধ্যাত্মিক গুরু ভাইয়ুজি মহারাজকে ঠগি বলে অভিযুক্ত করার পরই লাইমলাইটে আসেন। 

আরও পড়ুন, Aditya Narayan: 'এত অহংকার কীসের?' ফ্যানকে মাইক দিয়ে মার, তুমুল বিতর্কে আদিত্য!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.