হিন্দি ছবিতে প্রথম প্লে-ব্যাক রথীজিতের

 ইতিমধ্যেই ইউটিউবে মুক্তি পেয়েছে ছবিটি। 

Updated By: Jun 7, 2019, 05:38 PM IST
হিন্দি ছবিতে প্রথম প্লে-ব্যাক রথীজিতের

রণিতা গোস্বামী: এবার হিন্দি ছবিতে প্লে-ব্যাক করলেন গায়ক রথীজিৎ ভট্টাচার্য। ছবির নাম 'জুস্তাজু'। মুদাস্সির মাশলকর পরিচালিত এটি একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি। ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন প্রকাশ ঝা ও সরিকা। ইতিমধ্যেই ইউটিউবে মুক্তি পেয়েছে ছবিটি। 

প্রসঙ্গত, এটাই রথীজিৎতের প্রথম হিন্দি প্লে-ব্যক। ছবির এই টাইটেল ট্যাকটি গাওয়ার পাশাপাশি সুরও দিয়েছেন রথীজিৎ ভট্টাচার্য। গানটি লিখেছেন রথীজিতের ছাত্র কৃষ্ণেন্দু আচার্য ও পরিচালক মুদাস্সির মাশলকর। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন গৌতম বসু। জুস্তাজু ছবিটির পাশাপাশি ছবির টাইটেল ট্র্যাকটিও আলাদা করে প্রকাশ্যে আনা হয়েছে।

আরও পডুন-আলিগড়ে আড়াই বছরের শিশুকন্যাকে খুনের ঘটনায় সরব বলিউড তারকারা

প্রসঙ্গত, 'জুস্তাজু' ছবিতে বাল্মিকীর ভূমিকায় অভিনয় করেছেন প্রকাশ ঝা। ১৫ বছর আগেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। স্ত্রীর মৃত্যুর পর বাল্মিকীর একমাত্র বন্ধু হলেন একজন চিকিৎসক। ছবিতে বাল্মকীর (প্রকাশ ঝা) একাকীত্ব ও তাঁর জীবনকে তুলে ধরা হয়েছে। ইতিমধ্যেই ছবিটি নিউ জার্সি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, দাদাসাহেব ফালকে আন্তার্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে। 

আরও পড়ুন-দ্বিতীয় দিনে সলমনের 'ভারত'-এর বক্স অফিস কালেকশন কত জানেন?

.