বদলা নয়, গান শুনিয়ে সন্ত্রাস বন্ধের কথা বলে সমালোচনার মুখে রূপঙ্কর

এসবের মাঝেই জঙ্গি হামলার ঘটনায় মুখ খুলে বিপাকে পড়েছেন জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী।

Updated By: Feb 18, 2019, 07:33 PM IST
বদলা নয়, গান শুনিয়ে সন্ত্রাস বন্ধের কথা বলে সমালোচনার মুখে রূপঙ্কর

নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় সারা দেশ উত্তপ্ত। ঘটনার প্রতিবাদে মুখ খুলেছে গোটা দেশের শিল্পী মহল। তবে এসবের মাঝেই জঙ্গি হামলার ঘটনায় মুখ খুলে বিপাকে পড়েছেন জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী।

বলা ভালো গোটা দেশ এখন পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনা বদলার আগুনে ফুঁসছে। এরই মাঝে এই ঘটনা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রূপঙ্কর বলেন, ''বদলা কখন এর জবাব হতে পারে না। সঙ্গীতই একমাত্র জঙ্গি কার্যকলাপ আটকাতে পারে।'' এর পরই সোশ্যাল মিডিয়ায় অনেকেই গায়ককে আক্রমণ করেন। ট্রোল হতে হয় গায়ককে। দেখুন কে কী লিখেছেন...

আরও পড়ুন-পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ অজয়ের, বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা

আরও পড়ুন-মা হচ্ছেন কনীনিকা, সত্যি নাকি? জেনে নিন...

আরও পড়ুন-পাক শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা করল সর্বভারতীয় শিল্পী সংগঠন

ফেসবুকের পাশাপাশি টুইটারেও রূপঙ্করকে ট্রোল করেছেন নেটিজেনরা।

আরও পড়ুন-হলিউডে গিয়ে শিকড় ভুলে যেও না, প্রিয়াঙ্কাকে প্রকাশ্যে কটাক্ষ করিনার

তবে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়া প্রসঙ্গে গায়ক রূপঙ্কর বাগচী অবশ্য এখনও কোনও মন্তব্য করেননি।

.