ট্রাক্টর নেই, মেয়েদের দিয়েই লাঙ্গল দেওয়াচ্ছেন গরিব চাষী, সহায় হলেন সোনু সুদ
বিষয়টি জানার পরই গরিব ওই কৃষককে সাহায্যের জন্য এগিয়ে এলেন সোনু সুদ।
নিজস্ব প্রতিবেদন : ট্রাক্টর কেনার পয়সা নেই। ষাঁড় ভাড়া নিয়ে চাষ করবেন, সেই অবস্থাও নেই। অগত্য দুই মেয়েকে দিয়েই লাঙ্গল টানাচ্ছেন গরিব কৃষক। সোশ্যাল মিডিয়ায় এমনই ভয়ানক, করুণ একটি ভিডিয়ো টুইট করেন এক ব্যক্তি। আর সেটি নজরে পড়ে সোনু সুদের। বিষয়টি জানার পরই গরিব ওই কৃষককে সাহায্যের জন্য এগিয়ে এলেন সোনু সুদ।
যে টুইটার ব্যবহারকারী ভিডিয়োটি শেয়ার করেছেন, তিনি লিখেছেন, ভিডিয়োটি অন্ধ্রপ্রদেশের মদনাপাল্লে এলাকার। করোনার মতো মহামারীর এই সময়ে এই টমাটো চাষীর অনেক ক্ষতি হয়েছে। চাষের জন্য ষাঁড় ভাড়া করার পয়সা নেই। অগত্য মেয়েদের দিয়ে জোর করে লাঙ্গল দেওয়াচ্ছেন। এরপরই ভিডিয়োটি দেখে ওই কৃষক পরিবারের জন্যও ত্রাতা হয়ে উঠলেন সোনু সুদ। পাল্টা টুইটে লিখলেন, ''দুটো ষাঁড় নয়, ওই পরিবারের একটা ট্রাক্টরের প্রয়োজন। আমি একটা পাঠাচ্ছি। সন্ধের মধ্যেই পৌঁছে যাবে।''
আরও পড়ুন-সুশান্তের মৃত্যু: এবার মহেশ ভাট, করণ জোহরের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করবে পুলিস
This family doesn’t deserve a pair of ox ..
They deserve a Tractor.
So sending you one.
By evening a tractor will be ploughing your fields
Stay blessed @Karan_Gilhotra #sonalikatractors https://t.co/oWAbJIB1jD— sonu sood (@SonuSood) July 26, 2020
সোনুর এভাবে গরিব মানুষের পাশে থাকার উদ্যোগ দেখে অভিভূত নেটিজেনরা। কেউ লিখেছেন, ''ঈশ্বর আপনার ভালো কাজের সাক্ষী থাকছেন, আমি তো ভেবেছিলাম, আপনি আমার মতোই গরিব মানুষগুলোকে এড়িয়ে চলবেন।'' কেউ আবার লিখেছেন, ''সত্যিই প্রশংসনীয়। যদি দেশের বাকি মানুষও ধর্ম না দেখে মানুষের পাশে দাঁড়ানোর কথা ভাবত, তাহলে ভালো হত।'' কারোর কথায়, ''সোনু সুদই হলেন ভগবান।'' আরও এক ব্যক্তি ভুল সংশোধন করে বলেন, ''উনি ভগবান নয়, আমাদের মতোই মানুষ। তবে পার্থক্য এটা যে উনি যেটা ভাবেন, করেও দেখান।''
আরও পড়ুন-'সুশান্ত সুপারস্টার', 'দিল বেচারা' দেখার পর বললেন রাজকুমার রাও, আর কে কী লিখলেন দেখুন...
প্রসঙ্গত, গত সপ্তাহেই কাজাকিস্তান থেকে ১৫০০ ছাত্র-ছাত্রীকে দেশে ফিরিয়েছেন সোনু সুদ। আবার সম্প্রতি হিমাচল প্রদেশের এক গরিব দুধ বিক্রেতা, সন্তানদের অনলাইন ক্লাসের জন্য ফোন কিনতে গরু বিক্রি করলে, তাঁর গরুও তিনি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন।
আরও পড়ুন-''রাজা তো মর গ্যায়া, রানি আভি জিন্দা হ্যায়'','দিল বেচারা'য় যেন নিজের গল্পই বললেন সুশান্ত!