তেলেঙ্গানার তিন অনাথ শিশুর দায়িত্ব নিলেন সোনুু সুদ

গত বছর ওই তিন শিশু তাঁদের বাবাকে হারিয়েছিল। কয়েকদিন আগে তাঁরা তাঁদের মাকেও হারায়। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Aug 2, 2020, 05:13 PM IST
তেলেঙ্গানার তিন অনাথ শিশুর দায়িত্ব নিলেন সোনুু সুদ

নিজস্ব প্রতিবেদন : এবার তেলেঙ্গানার তিন অনাথ শিশুর সমস্ত দায় দায়িত্ব নিলেন সোনু সুদ। গত বছর ওই তিন শিশু তাঁদের বাবাকে হারিয়েছিল। কয়েকদিন আগে তাঁরা তাঁদের মাকেও হারায়। জানা যাচ্ছে, এই তিন শিশুর ঠাকুমারও অনেক বয়স হয়েছে। তাঁর পক্ষে তাঁদের মানুষ করা সম্ভব নয়। মা মারা যাওয়ার পর মূলত প্রতিবেশীদেরই দেখাশোনাতেই ছিল এই তিন শিশু। ঠিক মত দুবেলা খাবারই জোটে না, পড়াশোনা করা তো দূরের কথা।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অনাথ এই তিন শিশুর কথা জানতে পারেন সোনু সুদ। রাজেশ করনাম নামে এক ব্যক্তি ওই তিন শিশুর কথা লিখে টুইট করেন। সেই টুইট সোনু সুদকে ট্যাগও করেন রাজেশ। তিনি লেখেন, ''সোনু সুদ, তেলেঙ্গানার ইয়াদারি ভুবনগিরি জেলার তিন শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে। ওদের আর কেউ নেই। ওদের মধ্যে যে বড় সেই অন্যদের দেখভাল করছে। ওই অনাথ শিশুগুলি আপনার সাহায্যপ্রার্থী। অনুগ্রহ করে ওদের পাশে দাঁড়ান।'' রাজেশ করনমের এই অনুরোধ নজর এড়ায়নি সোনুর। উত্তরে সোনু লেখেন, ''ওরা আর এখন থেকে অনাথ নয়, ওদের দায়িত্ব এবার আমার।''

আরো পড়ুন-কন্যা সন্তানের বাবা হলেন আফতাব শিবদাসানি, শেয়ার করলেন ছবি

টুইটে নেটিজেন ওই তিন শিশুর একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে তিন শিশুর মধ্যে যে বড় মনোহর (৯), তাঁকে বলতে শোনা গেল। ''সোনু আঙ্কেল দুস্থদের পাশে দাঁড়িয়েছেন, অনেকের কাছেই শুনেছি, অনেক ভিডিও দেখেছি। আঙ্কেল যদি আমাদের পাশে দাঁড়াত, তাহলে আমরা একটু খেয়ে-পড়ে বাঁচতে পারি। পড়াশোনা করে ভবিষ্যতে ডাক্তার হতে চাই। ডাক্তার হয়ে আমি গরিবদের সেবা করব। আমাদের কোথাও যাওয়ার নেই, দু-একজনের সাহায্যতেই দিন চলছে কোনও মতে। ২ ভাইবোনকেও দেখতে হচ্ছে। ''

ভিডিয়োতে এক প্রতিবেশীকেও বলতে শোনা যাচ্ছে, অনুরাধা (বৃদ্ধ ঠাকুমা) র পক্ষে সম্ভব নয় এই তিনজনকে বড় করা। 

আরও পড়ুন-অমর সিংয়ের মৃত্যুতে সাদকালো ছবিতে মাথা নত করে শোকজ্ঞাপন অমিতাভ বচ্চনের

আরও পড়ুন-বড় স্যুটকেস নিয়ে রাতেই চলে যায় রিয়া ও তাঁর পরিবার, জানাচ্ছেন বিল্ডিংয়ের সুপারভাইজার

প্রসঙ্গত, কলডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানো থেকে শুরু করে একাধিক জনহিতকর কাছে এগিয়ে এসেছেন সোনু সুদ। সম্প্রতি তিনি পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ অ্যাপ এনেছেন। যাঁর মাধ্যমে পরিযায়ীরা সহজেই কাজ খুঁজে নিতে পারবেন। প্রায় ৩ লক্ষ লোকের কর্মসংস্থান হবে এই অ্যাপের মাধ্যমে।

.