রোশন প্রকাশ করলেন হোয়াটস অ্যাপের মেসেজ, সামনে এল শ্রাবন্তীর সঙ্গে কোন্দলের ছবি?

শ্রাবন্তীও পালটা ভিডিয়ো শেয়ার করেন

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 8, 2020, 09:05 PM IST
রোশন প্রকাশ করলেন হোয়াটস অ্যাপের মেসেজ, সামনে এল শ্রাবন্তীর সঙ্গে কোন্দলের ছবি?
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ফের প্রকাশ্যে এল শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিংয়ের তরজা। শ্রাবন্তী সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সিং পদবী সরিয়ে ফেলেন। এরপরই অভিনেত্রীর তৃতীয় স্বামীর ইনস্টাগ্রামের স্টোরিতে একটি স্টেটাস চোখে পড়ে। যা প্রকাশ্যে আসার পর থেকে ফের জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন  : ছাড় পেল না একরত্তিও, কোভিডে আক্রান্ত প্রয়াত দক্ষিণী তারকা চিরঞ্জীবি সারজার স্ত্রী ও ছেলে

দেখুন রোশন সিংয়ের ইনস্টাগ্রাম স্টোরির ঝলক...

শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিংয়ের মন কষাকষির খবর প্রকাশ্যে আসার পর থেকেই জোর শোরগোল শুরু হয়েছে। শ্রাবন্তীর সঙ্গে থাকছেন না বলে আগেই একটি সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন রোশন সিং। অন্যদিকে শ্রাবন্তী সংবাদমাধ্যমের সামনে পড়েও এ বিষয়ে মুখে টু শব্দ করেননি। উলটে এ বিষয়ে তিনি কোনও রকম মন্তব্য করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন অভিনেত্রী। যা নিয়ে টলিউডে জোর শোরগোল শুরু হয়ে যায়।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

এসবের পাশাপাশি শ্রাবন্তী নিজের সোশ্যাল হ্যান্ডেলে সম্প্রতি একটি মাস্কের ভিডিয়ো শেয়ার করেন। যেখানে তিনি বলেন, মাস্ক পরলে চেনা মানুষকে চেনা যাচ্ছে না। যদিও কোভিড পরিস্থিতিতে মানুষকে সচেতন করতেই শ্রাবন্তী ওই মাস্কের ভিডিয়ো শেয়ার করেছেন বলে দাবি করেন অভিনেত্রী।

.