জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কয়েক মাস ধরেই সৃজিত মুখোপাধ্যায় ও রাফিয়াত রশিদ মিথিলার বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। তাঁদের প্রেম-বিয়ে নিয়ে যেমন সমালোচনা হয়েছে, তেমনি সংসার ভাঙার গুঞ্জনও একাধিকবার উঠেছে। এবার সৃজিত-মিথিলার দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন তুললেন লেখিকা তসলিমা নাসরিন।
আরও পড়ুন- Rachna Banerjee: 'পুজোয় লুচি আর খিচুড়ি খেয়ে ওজন বাড়াতে তৈরি'
মঙ্গলবার তসলিমা নাসরিন তাঁর ফেসবুকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের বৈবাহিক সম্পর্ক স্থায়ী না হওয়ার বিষয়ে মন্তব্য করেন। সেখানে সৃজিত-মিথিলার ‘নিস্তব্ধ’ দাম্পত্য জীবনও প্রাসঙ্গিক করে তোলেন। প্রথমে তিনি প্রাক্তন দম্পতি কবীর সুমন-সাবিনা ইয়াসমিন প্রসঙ্গ টেনে লেখেন, ‘বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে রোমান্টিক বা বৈবাহিক সম্পর্ক কেন টিকছে না? সাবিনা ইয়াসমিন আর কবীর সুমন বিয়ে করলেন। বিরাট হৈচৈ হলো। দুজনে কিছুদিন একসঙ্গে গান গাইলেন। এরপর নিস্তব্ধতা। যে যার মতো যার যার দেশে জীবন যাপন করছেন। সাবিনা আর সুমনের মধ্যে কোনো সম্পর্ক অবশিষ্ট আছে বলে মনে হয় না।’
সৃজিত-মিথিলার দাম্পত্য জীবন উল্লেখ করে তসলিমা নাসরিন লেখেন, ‘এরপর সৃজিত আর মিথিলা বিয়ে করলেন। বিরাট হৈচৈ হলো। দুজনে কিছুদিন একসঙ্গে চলাফেরা করলেন। এরপর নিস্তব্ধতা। যে যার মতো যার যার দেশে জীবন যাপন করছেন। সৃজিত তার ১০/১২টা সাপ নিয়ে, আর মিথিলা তার কন্যা নিয়ে। মিলন থাকলে বিচ্ছেদ থাকে, এ নতুন কিছু নয়। কিন্তু তারপরও মনে হয় দুই দেশের মানুষের মধ্যে হৃদয়ের বন্ধন দৃঢ় হলে অসাম্প্রদায়িকতার নিদর্শন চমৎকার হতে পারতো।’
আরও পড়ুন- Abhishek Chatterjee Daughter Debut: 'অভিষেকই মেয়ের কেরিয়ার গুছিয়ে দিয়েছে', টেলিপাড়ায় সাইনাকে দেখে আবেগপ্রবণ সংযুক্তা...
তসলিমা নাসরিনের এসব বক্তব্য সামনে আসার পর এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি সৃজিত কিংবা মিথিলা। এর আগে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হলে নিজের অবস্থান পরিষ্কার করে মিথিলা বলেছিলেন— ‘বিয়ে ভাঙার এই গুজব পুরোপুরি ভিত্তিহীন।’ তবে কিছুদিন আগেই নিজের ছবির প্রচারে কলকাতায় এলেও সৃজিতের বাড়িতে থাকেননি মিথিলা। সেখান থেকেই জল্পনা জোরদার হয়। তবে এই ব্যাপারে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন তাঁরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)